এশিয়া কাপের ফাইনালে লঙ্কানদের লজ্জার ৫০!

ক্রিকেট
ভারত  © ক্রিকইনফো

এশিয়া কাপের ফাইনালে টস জিতে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভারতের বিপক্ষে ৫০ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ভারতের পেসার মোহাম্মদ সিরাজ এক ওভারে চারটিসহ ২১ রানে ছয় উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছে লঙ্কানদের। ওয়ানডের দ্বিতীয় সর্বনিম্ন রানে অলআউটরে লজ্জায় ডুবল ছয়বারের এশিয়া কাপ চ্যাম্পিয়নরা। ইনিংস শেষে সিরাজের ঝুলিতে ২১ রানে ৬ উইকেট এবং হার্দিক পান্ডিয়া ৩ রানে পেয়েছেন ৩ উইকেট। 

এশিয়া কাপের ফাইনালে দুঃস্বপ্নের মতো শুরু হয়েছে শ্রীলঙ্কার। ভারতের বিপক্ষে দলীয় ১২ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলেছিল লঙ্কানরা। যার মধ্যে ৫টিই নিয়েছেন মোহাম্মদ সিরাজ। ক্রিকেটে এর আগে কখনই ওয়ানডেতে এত কম রানে ৬ উইকেট হারায়নি শ্রীলঙ্কা।

বুমরাহ-সিরাজের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি স্বাগতিকদের টপ অর্ডার। মাত্র দলীয় ১২ রানে এরই মধ্যে ৬ উইকেট হারিয়ে বসেছে শ্রীলঙ্কা। পেস বিভাগ দিয়ে প্রেমেদাসায় রীতিমতো উড়ছে রোহিত শর্মার দল। এর মধ্যে মোহাম্মদ সিরাজ এক ওভারেই তুলে নিয়েছেন ৪ উইকেট।   

ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যকার ফাইনালের শুরুতেই বাগড়া দিয়েছিল বৃষ্টি। তবে, বেরসিক বৃষ্টি বেশিক্ষণ অপেক্ষায় রাখেনি দুদলকে। ৪০ মিনিট অপেক্ষার পর মাঠে নেমেছে দুদল। বৃষ্টির পর বল হাতে শ্রীলঙ্কাকে কাঁপিয়ে দিল ভারত। ইনিংসের শুরুতেই লঙ্কান ওপেনার কুশল পেরেরার উইকেট তুলে নিয়েছেন ভারতীয় পেসার বুমরাহ।

এশিয়া কাপের ফাইনালে আজ রোববার (১৭ সেপ্টেম্বর) মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। কলম্বোর প্রেমাদাসায় ম্যাচটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে আগে ফিল্ডিং পায় রোহিত শর্মার ভারত।