তানজিম সাকিবের পক্ষে সাফাই গাইলেন আরজে নিরব
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫০ PM , আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৯:১৮ PM

তানজিম সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত ব্যক্তিতে পরিণত হয়েছেন। তবে এই আলোচনা তার ক্রিকেট খেলা নিয়ে নয়, বরং ফেসবুকে করা তার কিছু পুরাতন পোস্ট নিয়ে।
সম্প্রতি তানজিম সাকিবের কিছু পুরাতান পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেগুলো নিয়ে ফেসবুকে দুইটি দলে বিভক্ত হয়েছে। একদল তানজিমের পক্ষে, আরেকদল বিপক্ষে। তার বিরুদ্ধে একদল নারীদের প্রতি বিদ্বেষের অভিযোগ এনেছে। সেই সঙ্গে মহান বিজয় দিবস, জাতীয় সংগীত অবমাননার বিষয়ও উঠে আসছে। কয়েকদিন ধরে বিষয়টি মিডিয়ায় তোলপাড় হচ্ছে।
তানজিম সাকিব ২০১৯ সালে এক পোস্টে লেখেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।
আরও পড়ুন:- নারীঘটিত কারণে আবু রায়হানকে কলরব শিল্পীগোষ্ঠী থেকে অব্যাহতি
‘স্ত্রীকে যেই স্বামী বলে, আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তখন রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’
ওই পোস্টে আরও লেখা আছে, ‘আসলে স্ত্রী স্বামীর মর্যাদা বোঝেনি, স্ত্রী নিজের মর্যাদাও বোঝেনি। ঘর একটি জগৎ। অসংখ্য কাজ রয়েছে। আজ ছেলেদের বেকারত্বের বড় কারণ হচ্ছে, মেয়েরা এগিয়ে আসছে, ছেলেরা কোনো চাকরি পাচ্ছে না। একটি ছেলেকে চাকরি দিলে পুরো পরিবারের উপকার হয়।’
একই পোস্টের শেষে বলা হয়েছে,‘অতএব মা-বোনেরা নিজের আত্মমর্যাদা রক্ষার্থে স্বামীর আনুগত্য ও বাসায় অবস্থান করে রানির হালাতে অবস্থান করুন। অতএব মা-বোনেরা দুনিয়া কামাতে যেয়ে আখেরাত না হারিয়ে ঘরে অবস্থান করে স্বামী-সন্তানের খেদমত করে দুনিয়া ও আখেরাত দুটিই কামাই করতে পারবেন ইনশাআল্লাহ।’
তার এই পোস্ট নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এদিকে নানা প্রতিক্রিয়ার মধ্যে আরজে ও উপস্থাপক নিরব তানজিম সাকিবের পক্ষ নিয়ে সাফাই গাইলেন।
তিনি তানজিম সাকিবের মতামতকে একান্তই ব্যক্তিগত হিসেবে দাবি করে প্রশ্ন ছুড়ে দেন, ‘সে যা বিশ্বাস করে তাই প্রচার করে, এতে সমস্যা কোথায়?’ একই সঙ্গে দাবি করেন, দেশের অধিকাংশ মানুষ তার সঙ্গে একমত।
আরও পড়ুন:- মামুনের সঙ্গে বিয়েতে মত ছিল না এডিসি সানজিদার!
নিরব একটি ভিডিও বানিয়ে সেখানে তানজিম সাকিবের কিছু পোস্ট পড়ে শোনান। ধর্ষণের জন্য দায়ী নারীর পোশাক কি না―এমন একটি বিষয় নিয়ে পোস্ট তিনি পড়ে শোনান। বেশ কিছু পোস্ট পড়ার পর তিনি প্রশ্ন করেন―এখানে ভুল কী লিখেছে? নিরব বলেন, ‘আমার মনে হয় তানজিম সাকিব যা বলেছে তার সঙ্গে দেশের অধিকাংশ মানুষই একমত।
’নারীর চাকরি না করা নিয়ে তানজিম সাকিব যে পোস্ট করেন সেটার সঙ্গেও নিজের একাত্মতা প্রকাশ করে নিরব বলেন, ‘আপনি যদি এখন পোলে ছেড়ে দেন তাকে তাহলে পঞ্চাশ থেকে সত্তর ভাগ মানুষ তার সঙ্গে থাকবে। তবে একার চাকরির টাকায় এখন চলে না, এখন আজ থেকে ১০ বছর আগে থেকেই একার টাকায় চলে না। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এমন যে একার টাকায় চলে না।’
তিনি বলেন, ‘এখন যুক্তি হলো যে আমার মা চাকরি করে, আমার ওয়াইফ কাজ করে।
আমাদের পরিবারে অনেক মেয়ে কাজ করে। আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখছি না, আমি সামাজিক দৃষ্টিকোণ থেকে দেখছি। আমি মনে করি, এখন নারীদের অর্থনৈতিক সচ্ছলতা অনেক জরুরি।’
এখানে একটি ষড়যন্ত্র খুঁজে পেয়েছেন নিরব। তিনি বলেন, ‘এখানে অনেক বড় একটি ষড়যন্ত্র রয়েছে।
মুস্তাফিজ যখন হেভি হিট, তখন মুস্তাফিজকে এমন একটি কোচিংয়ে পাঠানো হলো। এরপরে মুস্তাফিজ এসে আর মুস্তাফিজ নাই।
আরও পড়ুন:- এডিসি হারুন-সানজিদা কাণ্ডে রাষ্ট্রপতির এপিএসকে নিয়েও তদন্ত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মুস্তাফিজের বলে কোনো ধার নেই, আউট হয় না। কিচ্ছু নেই। মুস্তাফিজকে শেষ করে দেওয়া হলো। আশরাফুল যখন তুঙ্গে তখন তার ক্যারিয়ার ধ্বংস করা হলো। এই ছেলেরা যখন উঠে আসতে ধরে তখন আমাদের বড় ভাইয়েরা, বড় দাদারা এমন কিছু করে যাতে উঠে আসতে না পারে। আমি নিশ্চিত তানজিমকে কিছুদিন পর দল থেকে বাদ দেওয়া হবে।’
নিরব বলেন, ‘ধর্মীয় অনুভূতি প্রত্যেকের আলাদা আলাদা এবং সেটা থাকা উচিত। আজকে ইসলামী একটা দলও যদি রাষ্ট্রক্ষমতায় বসে তাহলেও নীতি নির্ধারণ হবে না। হওয়া উচিতও না।’
আরজে নিরব রেডিও জকির পাশাপাশি টেলিভিশনে উপস্থাপনা করেন। তার স্ত্রী লাবণ্য দেশীয় চলচ্চিত্রে অভিনয় করেছেন।