ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস 

তানজিম সাকিবের সঙ্গে কথা বলবে বিসিবি

 তানজিম সাকিব
তানজিম সাকিব  © ফাইল ছবি

এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে জাতীয় দলের অভিষেকে দারুণ পারফর্ম করেছেন তানজিম সাকিব। ভারতের বিপক্ষে ব্যাট হাতে ছোটখাটো ক্যামিওর পাশাপাশি বল হাতেও শুরুতে জোড়া উইকেট নিয়েছেন, এরপর শেষ ওভারে প্রবল চাপের মুখে দারুণ বোলিংয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন। আর তাই সমর্থকদের প্রশংসার জোয়ারে ভাসছেন তরুণ এই পেসার।

সেই তানজিম সাকিবের পুরনো কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোপের মুখে পড়েছেন ২০ বছর বয়সী এই পেসার। তার এই ইস্যু ইতোমধ্যেই নজরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)।

সংবাদ সংস্থা এএফপিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস বলেছেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ আরেকটি গণমাধ্যমকে জালাল ইউনুস জানিয়েছেন, ‘আমরা ওর সঙ্গে কথা বলছি। কথা বলে নিই, তারপর জানাব। ওর একটা ভুল হয়েছে, আমরা সেই বিষয়টা ওর কাছ থেকেই জানতে চাচ্ছি।’

২০২২ সালের ৯ সেপ্টেম্বর তানজিম সাকিব তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছিলেন। এই পোস্ট নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত। সেই পোস্টে তিনি লিখেছেন, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়।'

অন্য আরেক ফেসবুক পোস্ট-এ তিনি বলেছেন: 'ভার্সিটির ফ্রি মিক্সিং আড্ডায় অভ্যস্ত মেয়েকে বিয়ে করলে আর যাই হোক, নিজের সন্তানের জন্য একজন লজ্জাশীলা মা দিতে পারবেন না!!'

তানজিমের এই পোস্টের স্ক্রিনশট এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পোস্টটি এখন আর তানজিমের ফেসবুক পেজে পাওয়া যাচ্ছে না।


মন্তব্য


সর্বশেষ সংবাদ