কিউইদের হোয়াইট ওয়াশ করলে র্যাংকিংয়ে বড় লাফ দেবে টাইগাররা
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ AM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫১ AM

এশিয়া কাপ শুরুর আগে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাত নম্বরে অবস্থান করছিল বাংলাদেশ। আসরের মাঝপথে আটে নামলেও সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে ভারতকে হারানোয় টাইগাররা আবারো সাত নম্বরে ওঠে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে লাল-সবুজের দলের সামনে থাকছে র্যাঙ্কিংয়ে উন্নতির সুযোগ।
৩৩ ম্যাচে বাংলাদেশের বর্তমান রেটিং পয়েন্ট ৯৪। র্যাঙ্কিংয়ের ষষ্ঠ স্থানে থাকা কিউইদের রেটিং পয়েন্ট ঠিক ১০০। আসন্ন সিরিজে অতিথিদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করলে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা ওয়ানডেতে ষষ্ঠ স্থানে উঠবে।
প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করলে টাইগারদের পাঁচ রেটিং পয়েন্ট বেড়ে হবে মোট ৯৯, নিউজিল্যান্ডের তা কমে গিয়ে দাঁড়াবে ৯৬। বাংলাদেশ যদি ২-১ ব্যবধানে সিরিজ জেতে, তাহলে রেটিং পয়েন্ট হবে ৯৬। তখন ব্ল্যাকক্যাপসদের রেটিং পয়েন্ট দাঁড়াবে ৯৮। সেক্ষেত্রে স্বাগতিকদের র্যাঙ্কিংয়ে অবস্থানগত পরিবর্তন আসবে না।
টাইগাররা ২-১ ব্যবধানে হারলে তাদের রেটিং পয়েন্ট কমে হবে ৯৩। কিউইদের তখন রেটিং পয়েন্ট হবে ১০১। স্বাগতিকরা হোয়াইটওয়াশ হলে আবারো আটে নেমে যাবে। তখন সাত নম্বরে উঠবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সবকটিতে হারলে বাংলাদেশের রেটিং পয়েন্ট হবে ৯১ এবং নিউজিল্যান্ডের ১০৪।