পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিল বাঘিনীরা
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৬ AM , আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১০:২৮ AM

হ্যাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের দলটি। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে পদকহীন ছিল বাংলাদেশ। এবার অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না।
ভারতের কাছে হেরে ক্রিকেটে স্বর্ণ জয়ের স্বপ্ন ভেঙ্গে গেলেও ব্রোঞ্জের লড়াইয়ে মেয়েরা ছিলেন দুর্দান্ত। সেমিফাইনালে ভারতের বিপক্ষে টসে জিতে জ্যোতির ব্যাটিং নেয়ার সিদ্ধান্তটি ছিল প্রশ্নবিদ্ধ। সেই ম্যাচে বাজে ব্যাটিংয়ের কারণে হেরেছিল বাংলাদেশ।
হ্যাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদক এনে দিয়েছে নারী ক্রিকেট দল। পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে লাল সবুজের দলটি। ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়াডে পদকহীন ছিল বাংলাদেশ। এবার অন্তত খালি হাতে ফিরতে হচ্ছে না।
ম্যাচের শুরুতে চীনের ঝেইজ্যাং বিশ্ববিদ্যালয় মাঠে টস জিতে ফিল্ডিং নিয়ে পাকিস্তানকে ব্যাটিং পাঠায় বাংলাদেশ। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান তোলে পাকিস্তানের প্রমীলা দল। জবাবে ৫ উইকেট ও ১০ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাঘিনীরা।
বাংলাদেশের হয়ে ২৭ রানের ওপেনিং জুটি এনে দেন শামীমা ও সাথী। তবে ওপেনিং জুটি ভাঙার পর দ্রুত ৪টি উইকেটের পতন ঘটে। তবে হারের আশঙ্কা তৈরি হলেও বিপদ ঘটেনি। ব্যাটে-বলে অলরাউন্ডার পারফর্ম করে আলো ছড়ান স্বর্ণা। বল হাতে ৪ উইকেট নেওয়া স্বর্ণা ব্যাট হাতে ১৪ রানে অপরাজিত ছিলেন। শামীমা ও সাথী দুজনই আউট হন ১৩ রান করে।
পাকিস্তানের হয়ে আলিয়া ১৭, নিদা ১৪, শামস ১৩ এবং নাতালিয়া ১১ রান করেন। বাংলাদেশের হয়ে বল হাতে স্বর্ণা ১৬ রান খরচায় নেন ৩টি উইকেট। সানজিদা ২টি এবং মারুফা, নাহিদা ও রাবেয়া একটি করে উইকেট নেন।