আমরা বাকি ৬ ম্যাচে ৬ টাই জিততে পারি: মুস্তাফিজ

ক্রিকেট
মুস্তাফিজ  © ক্রিকইনফো

বিশ্বকাপে টানা দ্বিতীয় হারের মুখ দেখল বাংলাদেশ। টাইগারদের ৮ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাটিংয়ে নেমে টপ-অর্ডারের ব্যর্থতায় ৯ উইকেটে ২৪৫ রান তোলে লাল-সবুজেরা। জবাবে ৪৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় কিউইরা। তিন উইকেট শিকারে ম্যাচসেরা হন লুকি ফার্গুসন।

ম্যাচ শেষে বাংলাদেশ ক্রিকেট দলকে বেশ ছন্নছাড়াই মনে হয়েছে। ব্যাটিংয়ে শুরুর দিকে হোঁচট খাওয়ার পর দলের হাল ধরেন অধিনায়ক সাকিব আল হাসান ও অভিজ্ঞ মুশফিকুর রহিম। এরপর শেষ দিকে মাহমুদউল্লাহ রিয়াদের ৪১ রানের সুবাদে টেনেটুনে ২৪৫ রানের পুঁজি পায় লাল-সবুজেরা। তবে এই পুঁজি দলের জয়ের যথেষ্ট হয়নি।

ম্যাচ শেষে মিক্সড জোনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে মোস্তাফিজুর রহমানের ভাষ্য, কী করলে ভালো করা যায়, এসব নিয়ে দলের মধ্যে আলোচনা হয়েছে। (বোলিংয়ে) আমরা শুরু ভালো করেছিলাম। আরও ৩০ রান বেশি থাকলে তারা হয়ত আরও রিস্ক নিত। এখানের উইকেট আসলে ভালো জায়গায় বল করলে ভালো করা যাবে এ রকম ছিল। (আমাদের রান) ২৮০ রান হলে ভালো হত।

সেমিফাইনালে খেলা সম্ভব কি না, এমন প্রশ্নের জবাবে টাইগারদের পেস ইউনিটের অন্যতম সেরা এই তারকার মন্তব্য, দেখুন অসম্ভব কিছুই না। আমরা তো ৬ ম্যাচে ৬টাই জিততে পারি।

এদিকে নিজেদের পরের ম্যাচে আগামী ১৯ অক্টোবর স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে সাকিব বাহিনী।

 


মন্তব্য