পাকিস্তানের অবিশ্বাস্য ব্যাটিংয়ে ৪০১ করেও জিততে পারলো না নিউজিল্যান্ড

পাকিস্তান
  © ফাইল ছবি

এবারের বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচই বলা চলে। নিউজিল্যান্ডের দেয়া ৪০২ রানের জবাবে ব্যাট করতে নেমে চাপে না পড়ে উল্টো কিউই বোলারদের চাপে ফেলে পাকিস্তান। শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং চালায় দলটির ওপেনাররা। বিশেষ করে ফখর জামান যেন এদিন ছিলেন অপ্রতিরোধ্য। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ৪০১ রান করেও পরাজয় থেকে রক্ষা পেলো না কিউইরা। ডাকওয়ার্থ লুইস মেথডে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১ রানের জয় পেয়েছে পাকিস্তান।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাবর-রিজওয়ানদের দুর্দান্ত জয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আশা বেঁচে রইলো পাকিস্তানের। ৪০১ রান করেও জিততে না পারা নিউজিল্যান্ডের সম্ভাবনাও অবশ্য শেষ হয়ে যায়নি। দুই দলেরই ৮ ম্যাচে ৮ পয়েন্ট। রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় নিউজিল্যান্ড চারে, পাকিস্তান পাঁচে। সমান পয়েন্ট নিয়ে আফগানিস্তান নেমে গেছে ছয়ে।

শনিবার (০৪ নভেম্বর) টস হেরে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের বোলারদের তুলোধুনা করে ৬ উইকেটে ৪০১ রান করে নিউজিল্যান্ড। রান তাড়া করতে নেমে বৃষ্টির বাধার মাঝে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯.৩ ওভারে ১৮৪। আবারও বৃষ্টি আসায় সেই লক্ষ্য কাজে আসেনি। শেষ পর্যন্ত ২৫.১ ওভারে ১ উইকেটে ২০০ রান করে পাকিস্তান। বৃষ্টি আইনে ২১ রানে জয় নিশ্চিত করে বাবরের দল। 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে পাকিস্তান। দলীয় ৬ রানেই প্রথম উইকেট হারায় তারা। এরপরই ব্যাট হাতে চমক দেখাতে থাকে ফখর জামান ও বাবর আজম। ফখর শুরু থেকেই কিউই বোলারদের ওপর আক্রমণাত্মক ব্যাটিং করে। ১১ ছয় ও ৮ চারে ৮১ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। অন্যদিকে, পাক অধিনায়কের ব্যাট থেকে আসে ৬৩ বলে ৬৬ রান। দ্বিতীয় দফায় বৃষ্টির কারণে খেলা বন্ধ হওয়ার আগে পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করে। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ