শ্রীলংকার বিপক্ষে ৩ উইকেটে জয়ী বাংলাদেশ
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৯ PM , আপডেট: ০৬ নভেম্বর ২০২৩, ১০:৪৯ PM

বিশ্বকাপে সাকিব আল হাসানের ৮২ এবং নাজমুল হোসেন শান্তর ৯০ রানে ভর করে শ্রীলংকার বিরুদ্ধে ৩ উইকেটে জয় পেল বাংলাদেশ। তাদের এই জুটিতে ম্যাচ জয়ের অনেকটা কাছে চলে গিয়েছিল টাইগাররা। পরে দলকে আরো এগিয়ে নেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তবে শেষের দিকে পরপর কয়েকটি উইকেট হারিয়ে ভয় ধরিয়ে দিয়েছিলো লাখ লাখ বাংলাদেশি ক্রিকেটপ্রেমিদের মনে।
তবে শেষ পর্যন্ত ৩ উইকেটে লঙ্কা বধ করলো টাইগাররা।
৬৫ বলে ৮২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ফেরেন সাকিব আল হাসান। তাকে সঙ্গ দেওয়া নাজমুল হোসেন শান্তও কিছুক্ষণ পর ফেরেন ১০১ বলে ৯০ রানের ইনিংস খেলে।
শুরুতে তানজিদ হাসান ও লিটন কুমার দাসকে হারিয়ে খাবি খাওয়া বাংলাদেশ বেশ ভালোভাবেই টেনে তুলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান ও তিনে খেলতে নামা নাজমুল হোসেন শান্ত।
টানা ছয় ম্যাচে হারের পর নিজেদের অষ্টম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে দিল্লিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। টাইগার কাপ্তানের ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে বেশ ভালোই করেছে শ্রীলঙ্কা। চারিথ আসালাঙ্কা দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশকে ২৮০ রানের টার্গেট দেয় লঙ্কানরা।