এক ম্যাক্সওয়েলের কাছেই হেরে গেল আফগানিস্তান
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৩, ১০:০৩ PM , আপডেট: ০৭ নভেম্বর ২০২৩, ১০:০৩ PM

এক ম্যাক্সওয়েলের কাছেই হেরে গেল আফগানিস্তান। কয়েক দিন আগেই গলফ খেলতে গিয়ে মাটিতে পড়ে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই চোট কাটিয়ে আজকের ম্যাচ দিয়ে আবারও বাইশ গজে ফিরেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে আজ মাঠে নেমে আবারও চটে পড়েন অজি এই অলরাউন্ডার। ব্যথায় মাঠেই ছটফট করেছেন, কিন্তু এর পরেও থেমে থাকেননি। এক পায়ে ভর করে ইতিহাস সৃষ্টি করে দলকে জয় উপহার দিয়েছেন বিধ্বংসী এই ব্যাটসম্যান।
মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯১ রান করে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ রান করেছেন ইব্রাহিম জাদরান। অজিদের হয়ে ৩৯ রানে ২ উইকেট শিকার করেছেন জশ হ্যাজেলউড। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৬ ওভার ৫ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ২০১ রান করেছেন ম্যাক্সওয়েল। ইতিহাস সৃষ্টি করা এই রান তুলতে খেলেছেন মাত্র ১২৮ বল।