অতিমানবীয় ইনিংস খেলে যত ইতিহাস বদলে দিলেন ম্যাক্সওয়েল
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৩, ১০:০০ AM , আপডেট: ০৮ নভেম্বর ২০২৩, ১০:০৪ AM

চলমান বিশ্বকাপের ৩৯তম ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ১২৮ বলের ২০১ রানের বিধ্বংসী ইনিংসে অসম্ভবকে সম্ভব করল অস্ট্রেলিয়া। আফগানদের কাঁদিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেলে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নরা।
ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া। দীর্ঘ দিন ধরে ক্রিকেটে তাদের রাজত্ব। অথচ ওয়ানডেতে ডাবল সেঞ্চুরির এলিট ক্লাবে ছিল না কোনো অজি ক্রিকেটারের নাম। সেই আক্ষেপ আজ ঘুচিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল। মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম অজি ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন এই মিডলঅর্ডার ব্যাটার।
টস জিতে ব্যাট করা আফগানিস্তান ২৯২ রানের লক্ষ্য দেয় অজিদের। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয় রাখার লক্ষ্য নিয়া নামা অস্ট্রেলিয়া মাত্র ৯১ রানেই সাত উইকেট হারায়। এরপরেই অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে সংগ্রাম শুরু করেন দ্য বিগ শো খ্যাত ম্যাক্সওয়েল। একপ্রান্ত আগলে রেখে খেলেছেন ম্যারাথন এক ইনিংস। কামিন্সের সঙ্গে ৮ম উইকেটে অবিচ্ছিন্ন ২০২ রানের জুটি গড়ে দলকে এনে দিয়েছেন অবিশ্বাস্য এক জয়।
ম্যাক্সওয়েলের এই ইনিংস ওয়ানডেতে অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ স্কোর। এছাড়া ৬ষ্ঠ স্থানে ব্যাট নেমে যেকোন ব্যাটারের পক্ষেই সর্বোচ্চ স্কোরের ঘটনা এটি। এছাড়াও ৮ম উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপের ঘটনাও এটি।
এদিন আরও কিছু রেকর্ড এসেছে ম্যাক্সওয়েলের এই অনবদ্য ইনিংসের সুবাদে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সবচেয়ে বেশি রানতাড়া করে জেতার রেকর্ড গড়েছে অস্ট্রেলিয়া। এছাড়া ডেভন কনওয়েকে টপকে এবারের বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের স্কোরও করেছেন গ্লেন ম্যাক্সওয়েল।