‘ইংল্যান্ডকে ড্রেসিংরুমে তালা লাগিয়ে টাইমড আউট করে দাও’

পাকিস্তান
  © ফাইল ছবি

চলমান বিশ্বকাপে ইতোমধ্যে তিন দল সেমিফাইনাল নিশ্চিত করেছে। বাকি একটি দলের জায়গা এখনো নির্ধারিত হয়নি। সেমিফাইনালে যেতে পাকিস্তান যেন শ্রীলংকা-নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল ‘চাতক পাখির’ মতো। যেখানে নিউজিল্যান্ড হারলেই পাকিস্তানের জন্য সেমিফাইনালে যাওয়া খুব সহজ সমীকরণ ছিল। 

তবে পাকিস্তানের চাওয়া তো পূরণ হয়নি, উল্টো প্রায় অসম্ভব এক সমীকরণের সামনে দাঁড়িয়েছে বাবর আজমের পাকিস্তান। সেই অসম্ভবকে সম্ভব করারই যেন এক মজার উপায় বাতলে দিলেন ওয়াসিম আকরাম। 

পাকিস্তানের ‘এ স্পোর্টসে’ আয়োজিত অনুষ্ঠানে সেমিফাইনালে যেতে হলে পাকিস্তানের কোন সমীকরণ মেলাতে হবে, তা নিয়ে আলাপ-আলোচনা হচ্ছিল। অনুষ্ঠানে ছিলেন ওয়াসিম আকরাম, শোয়েব মালিক, মিসবাহ-উল হকের মতো পাকিস্তানি তারকা ক্রিকেটাররা। 

সেখানে উপস্থাপক বলেন, ‘ইংল্যান্ডকে পাকিস্তানের কমপক্ষে ২৮০ রানে হারাতে হবে।’ এর পর আকরাম বলেন, ‘গাণিতিকভাবে এটা সম্ভব।’ একই সঙ্গে পাকিস্তানের কিংবদন্তি বাঁহাতি পেসার দলের সেমিতে যাওয়ার ব্যাপারে মজার এক ‘উপায়’ বের করেছেন। যদিও মজার বুদ্ধিটা কে দিয়েছেন, তা প্রথমে উপস্থাপক নিশ্চিত ছিলেন না। পরে শোয়েব বলেন যে বুদ্ধিটা ওয়াসিম আকরাম দিয়েছেন। 

ওয়াসিমের কথায় উপস্থাপক এর পর বলেন, ‘প্রথমে ব্যাটিং করে পাকিস্তান স্কোর যেমনই করুক, এর পর ইংল্যান্ডের ড্রেসিংরুমে বাইরে থেকে তালা লাগাবে। তার পর ২০ মিনিটের টাইমড আউট করলেই ম্যাচ জিতে যাবে।’

বিশ্বকাপের সেমিফাইনালে তিনটি দল নিজেদের জায়গা পাকা করে ফেলেছে। ভারত এক নম্বরেই থাকবে। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা। তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। শেষ জায়গার জন্য লড়ছে তিন দল। নিউজিল্যান্ড, পাকিস্তান ছাড়াও লড়াইয়ে রয়েছে আফগানিস্তান। কিউইরা বৃহস্পতিবার জিতে শেষ চারে নিজেদের জায়গা প্রায় পাকা করে ফেলল। এখন পাকিস্তানের সামনে কঠিন অঙ্ক।


মন্তব্য