যে সমীকরণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করলো টাইগাররা!

ক্রিকেট
  © সংগৃহীত

বিশ্বকাপ স্বপ্ন শেষ অনেক আগেই। তবে বাংলাদেশের সামনে এখন নতুন এক লক্ষ্য ছিল। খেলতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তার জন্য বিশ্বকাপে দশ দলের মধ্যে আটের ভেতর থাকা চাই। ম্যাচ চলাকালীন সময়ই টাইগারদের চ্যাম্পিয়ান্স ট্রফিতে খেলা অঘোষিত ভাবে নিশ্চিত হয়েছে গেছে। কারণ অস্ট্রেলিয়ার সাথে হারলেও বাংলাদেশ সমীকরণের কারণে শ্রীলংকা থেকে এগিয়ে থাকবে।  

তবে বাংলাদেশের মূল সমীকরণটা আসলে অস্ট্রেলিয়াকে যত ওভার পর্যন্ত আটকে রাখা যায়, তার ওপর। কেননা, ধরেই নেওয়া যায় নেদারল্যান্ডস নিজেদের শেষ ম্যাচে ভারতের সঙ্গে হারবে।

সেক্ষেত্রে আজ বাংলাদেশের লক্ষ্য ছিল অস্ট্রেলিয়াকে রান তাড়ায় ২২.৪ ওভার পর্যন্ত আটকে রাখ। বাংলাদেশ ক্রিকেটাররা সেটা কাজটি করতে পেরেছে। এই জন্য চ্যাম্পিয়ান্স টফিতে খেলা এখন টাইগারদের অনেকটা নিশ্চিত।

বাংলাদেশের সমান ৪ পয়েন্ট আরও তিন দলের-ইংল্যান্ড, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস। ইংল্যান্ড এখন সাতে। আজ পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হারলে তাদেরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আর একটি সমীকরণ আছে, সেটা হলো ভারতের সাথে নেদারল্যান্ড ম্যাচ, এই খেলাতে যদি নেদার‌ল্যান্ড ভারতের কাছে জিতে যায়, তাহলে বাংলাদেশের চ্যাম্পিয়ান্স টফিতে খেলা হবে না।


মন্তব্য