এসএসসি ৯৬ ক্রিকেটারদের আয়োজনে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১২ নভেম্বর ২০২৩, ০৮:১৫ PM , আপডেট: ১২ নভেম্বর ২০২৩, ০৮:২৪ PM

এসএসসি ৯৬ ক্রিকেটার দ্বারা গত ১০ ও ১১ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হলো প্রথম বারের মতো ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট।
খুলনা টাইগার, ঢাকা অ্যাসেট, ময়মনসিং ৯৬ এবং নাইনটিসিক্সার - চারটি শক্তিশালী দল সমন্বিত এই টুর্নামেন্টটি দুই দিন ধরে অনুষ্ঠিতো হয়েছিল।
একটি উত্তেজনাপূর্ণ ফাইনালে, নাইটিসিক্সার বিজয়ী হয়ে চ্যাম্পিয়নশিপ শিরোপা লাভ করে। ময়মনসিংহ ৯৬ রানার আপ পজিশন নিশ্চিত করে।
সেরা বোলার নির্বাচিত হন সালাউদ্দিন মাহমুদ হিমেল, সেরা ব্যাটসম্যান ও ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হন সুমন আহমেদ। উভয়ে ময়মনসিংহ ৯৬ দলের খেলোয়াড়।
সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় জনাব মোহাম্মদ জাভেদ ওমর বেলিম। তিনি বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন।
এসএসসি ৯৬ ক্রিকেটার সমস্ত দল, খেলোয়াড়, স্পনসর এবং দর্শকদের উৎসাহী সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানান।