৩৪ বছরেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন ইমাদ

ইমাদ ওয়াসিম
পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম  © ফাইল ছবি

মাত্র ৩৪ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন পাকিস্তানের অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জাতীয় দলের জার্সি খুলে রাখার ঘোষণা দিয়েছেন তিনি।

একজন বাঁহাতি স্পিনার ও লোয়ার অর্ডার ব্যাটার হিসেবে পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৬৬ টি-টোয়েন্টিতে খেলেছেন ইমাদ। গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে শেষবার জাতীয় দলের সঙ্গে খেলেন তিনি। আর শেষ ওয়ানডে খেলেন ২০২০ সালের নভেম্বরে।

ইমাদ লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে আমার আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে আমি অনেক ভেবেছি। শেষ পর্যন্ত আমার মনে হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের এখনই সঠিক সময়। গত কয়েক বছর ধরে আমাকে সমর্থন দেওয়ার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই। পাকিস্তানের প্রতিনিধিত্ব করা ছিল সত্যিই সম্মানজনক।’

লম্বা বিবৃতিতে তিনি আরও বলেছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে আমার ১২১ ম্যাচের প্রতিটি ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার। নতুন কোচ ও নেতৃত্ব নিয়ে পাকিস্তান ক্রিকেটের এগিয়ে যাওয়ার সময়। আন্তর্জাতিক ম্যাচের বাইরে আমার খেলোয়াড়ি ক্যারিয়ারের পরবর্তী ধাপে মনোনিবেশ করতে আমি মুখিয়ে আছি।’

ভক্ত ও পরিবারকে ধন্যবাদ জানিয়ে ইমাদ বলেছেন, ‘ভালোবাসা দিয়ে সবসময় আমাকে সমর্থনের জন্য পাকিস্তানের ভক্তদের ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ দিয়ে শেষ করছি, যারা উচ্চ পর্যায়ে সাফল্য অর্জনে সহায়তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।’

২০০৬ সালে যুব বিশ্বকাপ জিতে ইমাদের ক্যারিয়ার শুরু হয়। ২০০৮ সালের আসরে তিনি পাকিস্তানের অধিনায়ক ছিলেন। সিনিয়র জাতীয় দলের জার্সি পরতে তাকে অপেক্ষা করতে হয়েছে ২০১৫ সাল পর্যন্ত। অভিজ্ঞ স্পিনার সাঈদ আজমলের শূন্যতা ভালোভাবে পূরণ করেন। ২০০৯ সালে লাহোর হামলার ছয় বছর পর পাকিস্তানে ক্রিকেট ফেরার ক্ষণে টি-টোয়েন্টি দিয়ে অভিষেক হয় তার। ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলেছেন তিনি।

ওয়ানডেতে ৪৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেন ৯৮৬ রান। টি-টোয়েন্টিতে নিয়েছেন ৬৫ উইকেট, রান ৪৮৬। কাকতালীয়ভাবে বল হাতে তার সেরা পারফর‌ম্যান্স দুই ফরম্যাটে একই- ১৪ রান খরচায় ৫ উইকেট।


মন্তব্য