দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফারজানার সেঞ্চুরি; বড় সংগ্রহ মেয়েদের

ফারজানা
  © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দারুণ এক সেঞ্চুরি পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটের ওপেনার ফারজানা হক। তার দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে প্রথমে ব্যাট করতে নেমে ২২২ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ১০২ রান করে রানআউট হয়েছেন ফারজানা।

আগের ম্যাচে মুর্শিদা খাতুনের ৯১ রানের ওপর ভর করে বাংলাদেশ সংগ্রহ করেছিলো ২৫০ রান। জবাবে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকান নারীদের ১৩১ রানে অলআউট করে দিয়ে বাংলাদেশের নারীরা ঐতিহাসিক জয় পেয়েছিলো ১১৯ রানে।

এবার দ্বিতীয় ম্যাচেও দারুণ ব্যাটিং করলো বাংলাদেশের নারী ক্রিকেটাররা।

পচেফস্ট্রুমে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক লরা ভলভার্ট। প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও ফারজানা হক পিংকি শুরু করেন ধীরস্থির। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছিল ৩৮ রান। দলীয় ৪৮ রানে ভেঙে দিয়েছিল বাংলাদেশের উদ্বোধনী জুটি। ১৩ তম ওভারের চতুর্থ বলে শামীমার উইকেট নেন মাসাবাতা ক্লাস। 

প্রথম উইকেট পড়ার পর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন মুর্শিদা খাতুন। তবে তিনি বড় স্কোর করতে পারেননি। ১৩ বলে ২ চারে ৮ রান করেন তিনি। ১৭ তম ওভারের তৃতীয় বলে মুর্শিদার উইকেট তুলে নেন মারিজান ক্যাপ। শামীমা, মুর্শিদার বিদায়ে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ১৬.৩ ওভারে ২ উইকেটে ৬৩ রান। এরপর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জ্যোতি ও ওপেনার পিংকি বেশ ধীরেসুস্থে ব্যাটিং করতে থাকেন। ৯০ বলে ফিফটি তুলে নিয়েছেন পিংকি। জ্যোতিকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৮ বলে ৫৮ রানের জুটি গড়েন পিংকি। জুটি গড়ার পথে ৯০ বলে ফিফটি তুলে নেন পিংকি। জ্যোতির উইকেট নিয়ে তৃতীয় উইকেটের জুটি ভাঙেন ক্যাপ। বাংলাদেশ অধিনায়ক ৩৩ বলে ১ চারে করেন ১৩ রান। 

জ্যোতির উইকেট পড়ার পর বাংলাদেশের নারী ক্রিকেট দলের স্কোর হয়ে যায় ৩১.১ ওভারে ৩ উইকেটে ১২১ রান। এরপর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ফাহিমা খাতুন। ওপেনার পিংকি ও ফাহিমা তুলনামূলক আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন। চতুর্থ উইকেটে ১০৮ বলে ৯২ রানের জুটি গড়েন বাংলাদেশের এই দুই ব্যাটার। এই জুটি গড়ার পথে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন পিংকি। বাংলাদেশের ওপেনারের তিন অঙ্ক ছুঁতে লেগেছে ১৬৫ বল। জুটি ভেঙেছে পিংকির রান আউটে। ১৬৭ বলে ১১ চারে ১০২ রান করেছে বাংলাদেশের এই ওপেনার। নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।