টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ; শুরুতেই শরিফুলের আঘাত

নিউজিল্যান্ড-বাংলাদেশ
  © সংগৃৃহীত

নিউজিল্যান্ডের মাটিতে টাইগাররা প্রথমবারের মতো ওয়ানডের পর জিতেছে টি-টোয়েন্টিতেও। বোলিংয়ে শরিফুল ইসলাম, মাহেদী হাসানদের পর ব্যাট হাতে পারফর্ম করেছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। এমন পারফরম্যান্সে নতুন করে আশা দেখছে বাংলাদেশের ক্রিকেট।

মাউন্ট মুঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শেখ মেহেদী হাসানের স্পিন দিয়ে আক্রমণ শুরু করেন তিনি। প্রথম ওভারে মেহেদী দেন ৯ রান।

শুরুতে বল হাতে নিয়েই নিয়মিত সাফল্য পাচ্ছেন। শরিফুল ইসলাম এবারও বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দিলেন। দলীয় ৯ রানের মাথায় প্রথম উইকেট হারালো নিউজিল্যান্ড।

দ্বিতীয় ওভারে বল হাতে নিয়েই সাফল্য শরিফুলের। দ্বিতীয় বলে তাকে শট খেলতে গিয়ে এক্সট্রা কভারে রিশাদ হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ফিন অ্যালেন (২)।