সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

১১ পেনাল্টির পর টসে ভারতকে বিজয়ী ঘোষণা; মাঠে উত্তেজনা

খেলাধুলা
  © সংগৃহীত

নির্ধারিত সময়ে খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই। টাইব্রেকার শেষ হয় ৫-৫ গোলে। তারপর সাডেনডেথ। সেখানেও ফল ১১-১১।

তারপর হঠাৎ করেই ম্যাচ কমিশনার দুই দলের খেলোয়াড় ডেকে টসের সিদ্ধান্ত নেন। টসে ভারত জিতলে তারা শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে। বাংলাদেশ বাইলেজের কথা বলে প্রতিবাদ করে।

তখন কর্মকর্তারা সিদ্ধান্ত নেন, টসের সিদ্ধান্ত ভুল হয়েছে। তবে এবা বাংলাদেশ মেনে নিলেও প্রতিবাদ করে ভারত। এখন সিদ্ধান্তহীনতায় কর্মকর্তারা। দুই দলই মাঠে অবস্থান করছে।