শান্ত-মুশফিকের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয় পেলো বাংলাদেশ

ক্রিকেট
  © সংগৃহীত

চট্টগ্রামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শুরু করেছে বাংলাদেশ। সাগরিকায় লঙ্কানদের দেওয়া ২৫৬ রানের লক্ষ্য বল হাতে রেখে উইকেট হারিয়ে টপকে গেছে নাজমুল হাসান শান্তর দল। ১-০ তে এগিয়ে যাওয়ায় পরের ম্যাচেই সিরিজ নিজেদের করে নেওয়ার সুযোগ থাকছে বাংলাদেশের সামনে। 

এই ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক যদি হন নাজমুল হাসান শান্ত। ১২৯ বল খেলে তিনি করেছেন ১২২ রান। জয়ের অন্য আরেক নায়ক হলেন মুশফিকুর রহিম। ৮৪ বল খেলে তিনি করেছেন ৭৩ রান। ক্যারিয়ারসেরা ইনিংস খেলে অপরাজিত থাকা বাংলাদেশ অধিনায়ককে যোগ্য সঙ্গই দিয়েছেন মুশফিক। দুজনে মিলে পঞ্চম উইকেটে গড়েছেন বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি।

২৫৬ রান তাড়া করতে নেমে ২৩ রানে নেই তিন উইকেট, লিটন কুমার দাস ফিরে গেছেন ইনিংসের প্রথম বলেই। আউট হয়ে ততক্ষণে সাজঘরে সৌম্য সরকার আর তাওহিদ হৃদয়ও। পেসের সঙ্গে সুইং মিলিয়ে ভয়ংকর দেখাচ্ছে শ্রীলঙ্কান বোলারদের। এমন অবস্থায় খোলসে ঢুকে যাওয়ার কথাই ভাববেন ক্রিজে আসা নতুন ব্যাটসম্যান। 

কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ চাপের ধার ধারলেন না। উল্টো আক্রমণাত্মক ব্যাটিংয়ে চাপ কাটালেন দলের স্কোরবোর্ডের। রিয়াদের ভয়ডরহীন ব্যাটিংয়ে শান্তও খুঁজে পেলেন দিশা। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে তো গড়েছেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেরই অন্যতম সেরা জুটি। অধিনায়ক শান্ত তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের তৃতীয় সেঞ্চুরিটাও।