ফিফা র‍্যাঙ্কিংয়ে আরও পেছাল বাংলাদেশ

বিশ্বকাপ
  © ফাইল ছবি

কুয়েত সিটি থেকে ৫-০ গোলে হেরে আসার পর ঢাকায় ১-০ গোলে হার। গত মাসে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের কাছে দুই ম্যাচে ৬ গোল খেয়েছে বাংলাদেশ। বাজে এ ফলের প্রভাব ফিফা র‍্যাঙ্কিংয়েও টের পেল বাংলাদেশ দল। প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে নেমে গেছে ১৮৪ নম্বরে। ফিলিস্তিনের কাছে দুই ম্যাচেই বাজেভাবে হারার কারণে বাংলাদেশের পয়েন্ট কমেছে ১১.৪৫। তবে সবার শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা।

দুই ম্যাচেই বাংলাদেশকে হারানো ফিলিস্তিন এগিয়েছে চার ধাপ। মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশটি ৯৭ থেকে উঠে গেছে ৯৩ নম্বরে। দলটির পয়েন্ট বেড়েছে ১১.৪৬। এশিয়ার দেশগুলোর মধ্যে ফিলিস্তিনিরা আছে ১৫ নম্বরে, বাংলাদেশ ৩৭-এ। এশিয়ার এক নম্বর দল জাপান আগের মতোই আছে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের ১৮ নম্বরে।

ফিফার সবশেষ প্রকাশিত র‍্যাঙ্কিয়ে দেখা যায়, লিওনেল মেসিদের পরের স্থানেই আছে ২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। ইংল্যান্ডকে চারে ঠেলে তিনে উঠে এসেছে বেলজিয়াম। যথারীতি পাঁচে রয়েছে ব্রাজিল। র‍্যাঙ্কিয়ে এগিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালও। নেদারল্যান্ডসকে সাতে পাঠিয়ে এক ধাপ ওপরে উঠে এসেছে পর্তুগাল। অষ্টম স্থানে রয়েছে স্পেন। সেরা দশের অন্য দুই দল ইতালি ও ক্রোয়েশিয়া।

শীর্ষে থাকা আর্জেন্টিনার পয়েন্ট ১৮৫৮। মার্চে এল সালভাদরকে ও কোস্টারিকা বিপক্ষে প্রীতি ম্যাচে জয় পায় কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। একই বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স এই সময়ে জার্মানির বিপক্ষে ২-০ গোলে হারলেও চিলিকে ৩-২ গোলে হারায়।