চট্রগামে সংবাদ সম্মেলন: কোকাকোলার বোতল সরিয়ে রাখলেন সিকান্দার রাজা

কোকোকোলা
  © ফাইল ছবি

সংবাদ সম্মেলনে ক্রিশ্চিয়ানো রোনালদোর কোকাকোলার বোতল সরিয়ে রাখার কথা মনে আছে। রোনালদোর ওই কাণ্ডে হু-হু করে নেমে গিয়েছিল পণ্যটির শেয়ারের দাম। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে একই কাণ্ড ঘটালেন সিকান্দার রাজা।

গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। সেই ধারাবাহিকতায় বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। তিনি অবশ্য এ বিষয়ে সংবাদ সম্মেলনে কোনো কথা বলেননি।

প্রতিষ্ঠানটি মার্চ থেকে বাংলাদেশ ক্রিকেটের অফিসিয়াল বেভারেজ পার্টনার। সে জন্য সংবাদ সম্মেলনে রাখা হয় প্রতিষ্ঠানটির পণ্য। রোনালদো স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরিয়ে ছিলেন কোকাকোলার বোতল।

সিকান্দার রাজার জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে হলেও পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে। জিম্বাবুয়ের হয়েই ক্রিকেটে ক্যারিয়ার গড়েছেন রাজা। এখন দেশটির টি-টোয়েন্টি দলের অধিনায়কও তিনি।


মন্তব্য


সর্বশেষ সংবাদ