ক্রীড়াবিদ মোশাররফকে ঢাবি এলামনাই এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে সংবর্ধনা

মোশাররফ হোসেন খান
  © সংগৃৃহীত

বাংলাদেশের ক্রীড়া জগতের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, মহান স্বাধীনতা ও অমর একুশে পদকপ্রাপ্ত ক্রীড়াবিদ, মুন্সিগঞ্জ বিক্রমপুরের  জীবন্ত কিংবদন্তি, আন্তর্জাতিক ক্রীড়া জগতে অতি সুপরিচিত একটি নাম, বহু আন্তর্জাতিক শিরোপাধারী, ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মোশাররফ হোসেন খানকে ১ লা জুন লন্ডনের একটি অভিজাত হোটেলে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউকে'র ইসি কমিটির এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। 

প্রাণবন্ত ও চমৎকার এই অনুষ্ঠানে মোশাররফ হোসেন খান তাঁর বর্ণাঢ্য ক্রীড়াজীবন নিয়ে স্মৃতিচারণ করেন, ক্রীড়াঙ্গন নিয়ে উপস্থিত অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

congrats-to-athlete-Musharraf (1)

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বর্তমান সভাপতি কচি কবির শিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি ড. রহমান জিলানী, সেক্রেটারী জেনারেল খালেদ মিল্লাত, অধীর রঞ্জন দাস, আশরাফ জামান, নসুরুল্লাহ খান, বুলবুল হাসান, সায়মা আহমেদ, আবদুল হালিম বেপারী, সিন্থিয়া দাস, শামিম আরা মিতা, হাকিম ভুইয়া, আনোয়ার খান প্রমুখ।