০২ জুন ২০২৪, ২১:৩৯

বিশ্বকাপে বাংলাদেশকেই সবচেয়ে কম পছন্দের তালিকায় রাখছেন সাবেকরা!

  © ফাইল ছবি

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের মতামত জানাচ্ছেন সাবেক ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং বিশ্লেষকরা। এবার বিশ্বকাপের চমক দেওয়া দল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট। এই অজি তারকার মতে এবার বিশ্বকাপে অঘটন ঘটাতে পারে নেপাল ও নেদারল্যান্ডস। আর তাতে কপাল পুড়তে পারে বাংলাদেশের।

এদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে কে ঘটাবে অঘটন?—ক্রিকইনফো এ প্রশ্ন করেছিলো ইয়ান বিশপকে। সাবেক এই ওয়েস্ট ইন্ডিজ পেসার অবশ্য অঘটন শব্দটা পছন্দ করেন না। আর খেলাটা যেহেতু টি-টোয়েন্টি সংস্করণের, বড় দলের বিপক্ষে ছোট দলের জয়কে এখন আর অঘটন বলা যাবে না। এবারের বিশ্বকাপে নেদারল্যান্ডস ও বাংলাদেশের ম্যাচেও তেমন কিছু ঘটবে বলে ধারণা জনপ্রিয় এই ধারাভাষ্যকারের।

বিশপকে বড় দলের বিপক্ষে ছোট দলের জয়ের সম্ভাব্য একটি ম্যাচের কথা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমরা গত কয়েকটি বিশ্বকাপে নতুন দলগুলো বড় দলকে হারাতে দেখেছি। আপনি সম্ভাবনার কথা যদি বলেন, তাহলে আমি বলব বাংলাদেশকে হারাবে নেদারল্যান্ডস।’

ছোট দলের বিপক্ষে বাংলাদেশের হারের সম্ভাবনাও বেশি মনে করেন বিশপ। ‘ছোট দলগুলোর কাছে হারের ঝুঁকি সবচেয়ে বেশি কোন দলের? বাংলাদেশ,’ জবাব বিশপের। এছাড়া সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে নেপালের খেলা দেখতে মুখিয়ে আছেন বিশপ, ‘আমি নেপালের খেলা দেখতে মুখিয়ে আছি। যেভাবে দেশটির সমর্থকেরা দলটাকে সমর্থন করে, সেটা দারুণ ব্যাপার। দলটার বেশ প্রতিভাও আছে। হয়তো এই টুর্নামেন্টে নয়, কিন্তু কয়েক বছরের মধ্যে দলটা ভালো জায়গায় আসবে।’

টুর্নামেন্টের সম্ভাব্য সেরা বোলিং দল হিসেবে পাকিস্তানকে বেছে নিয়েছেন তিনি। শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ আর হারিস রউফের সঙ্গে অভিজ্ঞ মোহাম্মদ আমিরের ফেরা দলটিকে অন্যদের থেকে এগিয়ে রাখবে বলে মনে করেন বিশপ, ‘পাকিস্তানের সবাই যদি ফিট থাকে, তাহলে তাদের বোলিংয়ের ভারসাম্য বেশ ভালো। নাসিম শাহ, শাহিন আফ্রিদির সঙ্গে দলে ফেরা মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম আছে। তাদের যে প্রতিভা, সেদিক থেকে আমি পাকিস্তানের বোলিং আক্রমণকে সেরা বলব।’

আর ফেবারিট? এ ক্ষেত্রে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজই বিশপের প্রথম পছন্দ। সেটা মূলত ক্যারিবীয়দের লম্বা ব্যাটিং লাইন আপের কারণে। ভারতকেও বাদ দেননি তিনি, ‘টুর্নামেন্টের দুটি ফেবারিট দলের কথা বলতে গেলে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কথা বলতে হবে। আশা করছি ওরা ব্যাটিং দিয়ে আমাদের শিরোপা এনে দেবে। আরেকটি দল হলো ভারত।’