পাঁচে নেমে গেলেন সাকিব, শীর্ষে নবি

সাকিব
  © সংগৃহীত

সাকিব আল হাসান টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে র‌্যাঙ্কিংয়ে ভানিডু হাসারাঙ্গার কাছে অলরাউন্ডারের শীর্ষস্থান হারান। পরে আইসিসির শেষ হালনাগাদে সিংহাসন ফিরে পেয়েছিলেন। মাঠের লড়াইয়ে নেমে হতশ্রী পারফর্ম করেন। ব্যাটে-বলে ব্যর্থ হয়ে আবারও হারালেন শ্রেষ্ঠত্বের মুকুট। একলাফে পাঁচে নেমে গেছেন টাইগার অলরাউন্ডার। শীর্ষস্থান দখল নিয়েছেন আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আসরে এপর্যন্ত দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরে যায় ৪ রানে। দুটি ম্যাচেই আশানুরূপ পারফর্ম করতে পারেননি সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ওভার বল করে ৩০ রান খরচায় কোনো উইকেটের দেখা পাননি। ব্যাট হাতে করেন ১৪ বলে ৮ রান।

নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র এক ওভার বল করেছেন। ৬ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন। ব্যাট হাতে হতশ্রী, ৪ বলে ৩ রান করে উইকেট বিলিয়ে আসেন। নিজেকে বিশ্বমঞ্চে মেলে ধরতে না পারার ফল পেলেন আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিং হালনাগাদে।

বিশ্বকাপে নামার আগে ২২৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে ছিলেন সাকিব। বুধবার নতুন হালনাগাদে তার রেটিং কমেছে ১৫ পয়েন্ট। নেমে গেছেন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের পাঁচে।

বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে নিয়েছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি। দুই ধাপ এগিয়ে ২৩১ রেটিং নিয়ে উঠেছেন শীর্ষে। তিন ধাপ এগিয়ে দুইয়ে এসেছেন অজিদের মার্কাস স্টয়নিস, ২২৫ রেটিং পয়েন্ট তার।

২১০ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ পিছিয়ে তিনে নেমেছেন লঙ্কান ভানিডু হাসারাঙ্গা। ২১০ রেটিং নিয়ে জিম্বাবুয়ের সিকান্দার রাজা বহাল আছেন চারে।

সিংহাসন হারানোর পাশাপাশি ব্যাটিং-বোলিং দুই বিভাগেই অবনতি হয়েছে সাকিবের। ব্যাটিংয়ে পাঁচ ধাপ নেমেছেন। ৩৯৭ রেটিং পয়েন্ট নিয়ে এসেছেন ৮৪ নম্বরে। বোলিংয়েও অবনতি হয়েছে ছয় ধাপ। ৫২৪ পয়েন্ট নিয়ে নেমেছেন ৩৬ নম্বরে।