মেডিকেল টিমের কাছে মেসি
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৬ জুন ২০২৪, ০৬:০৬ PM , আপডেট: ২৬ জুন ২০২৪, ০৬:০৬ PM

কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা চিলির বিপক্ষে দারুণ খেলে শেষদিকের গোলে ১-০তে জয় পেয়েছে। এক ম্যাচ হাতে রেখে আসরের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বিশ্বচ্যাম্পিয়ন দলটি। সঙ্গে লিওনেল মেসির চোটে কিছুটা অস্বস্তিতেও পড়েছে আলবিসেলেস্তে বাহিনী। অন্যদিকে, গ্রুপপর্বে শেষ ম্যাচে পেরুর বিপক্ষে বেঞ্চ ঝালিয়ে নেয়ার কথা বলেছেন কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে ৩৭ বর্ষী মেসি জানিয়েছেন, ‘আমি কি জানি? তবে এটা আমাকে কিছুটা বিরক্ত করেছে, কিন্তু খেলা শেষ করতে পেরেছি। আশা করছি এটা গুরুতর কিছু নয়।’
‘প্রথমে খেলার সময় আমি এমন অনুভব করছিলাম। আমি খোঁচা অনুভব করিনি, কিন্তু এটা বেশ কঠিন অনুভব ছিল। অস্বস্তিবোধের কারণে ঠিকঠাক চলতে পারছিলাম না। পরেরদিন দেখব কেমন চলতে পারছি।’
অন্য এক আলাপচারিতায় মেসি বলেছেন, ‘কয়েকদিন ধরে আমার গলাব্যথা, জ্বর নিয়ে এখানে এসেছি। হয়তো সেটার প্রভাব আমার উপরে পড়েছে। বিষয়টি পুরাতন, দেখা যাক কী হয়।’
গ্রুপ ‘এ’তে কানাডা ও চিলির বিপক্ষে দুই ম্যাচে দুই জয় নিয়ে আর্জেন্টিনার পয়েন্ট ৬। এক ম্যাচ হাতে রেখে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে দলটি। ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপপর্বে শেষ ম্যাচে নামবে আর্জেন্টিনা। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।