বৃষ্টিতে বিলম্বে টস, খেলা পরিত্যক্ত হলে ফাইনালে ভারত

ভারত
  © সংগৃৃহীত

দুই দিন ধরে বৃষ্টি হচ্ছে গায়ানায়। সেখানেই হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচে ঠিক সময়ে টস হচ্ছে না।
  
যদিও বৃষ্টি এখন নেই। তবে গায়ানার আকাশ ভীষণ মেঘলা বলে জানিয়েছে ক্রিকবাজ। টসের নির্ধারিত সময়ে দুই ড্রেসিংরুমে গিয়ে কথা বলেছেন দুই আম্পায়ার। এই ম্যাচ না হলে ফাইনালে চলে যাবে ভারত। কারণ সুপার এইটে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে তারা। আর ইংল্যান্ড এসেছে দুই নম্বর দল হিসেবে।  

দুটি সেমিফাইনালের প্রথমটিতে রিজার্ভ ডে ছিল। কিন্তু দ্বিতীয়টি খেলে ফাইনালে যাওয়ার আগে পর্যাপ্ত সময় না থাকায় এটিতে রিজার্ভ ডে রাখা হয়নি। যদিও এই ম্যাচে তিন ঘণ্টা অপেক্ষা করা হবে অতিরিক্ত সময়।


মন্তব্য


সর্বশেষ সংবাদ