১২ মিনিটে ৩ গোল খেয়ে মেসিবিহীন মায়ামির বিদায়

মেসি
  © ফাইল ফটো

প্রত্যাবর্তনের দুর্দান্ত এক গল্প লিখল কলম্বাস ক্রু। আর এতে লিগস কাপের শেষ ষোলো থেকে বিদায় নিতে হয়েছে মেসিহীন ইন্টার মায়ামিকে। গত মৌসুমে ইন্টার মায়ামিকে ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জিতিয়ে ছিলেন লিওনেল মেসি।

ফাইনালে টাইব্রেকে ন্যাশভিলকে হারিয়ে লিগস কাপের শিরোপা ঘরে তুলে ছিল মেসির মায়ামি। ১০ গোল করে জিতেছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। পেয়েছিলেন টুর্নামেন্ট সেরা খেলোয়াডের পুরস্কারও। তবে চলতি মৌসুমে খেলা হয়নি লিগস কাপ। মূলত কোপা আমেরিকা খেলতে গিয়ে পড়েছিলেন ইনজুরিতে। বিশ্বকাপজয়ী তারকাকে ছাড়া দীর্ঘদিন খেলতে হচ্ছে মায়ামিকে।

আর এবার দ্রুতই লিগস কাপ থেকে বিদায় নিয়েছে তার ক্লাব। বাংলাদেশ সময় বুধবার (১৪ আগস্ট) সকালে কলম্বাস ক্রুর কাছে ৩-২ গোলে হেরে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর ক্লাব নিয়ে আয়োজিত টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে মায়ামি।

প্যারাগুয়ের মিডফিল্ডার মাতিয়াস রোহাসের ১০ম মিনিটে করা গোলে এগিয়ে যায় মায়ামি। ৬২ মিনিটে আরেক প্যারাগুইয়ান দিয়েগো গোমেজ ব্যবধন দ্বিগুণ করেন। দুই গোলে পিছিয়ে পড়া কলম্বাস ১২ মিনিটের মধ্যে ৩ গোল করে ম্যাচ নিয়ন্ত্রণে নেয়। ৬৭ মিনিটে  যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ক্রিস্টিয়ান রামিরেজ ও ৬৯ মিনিটে গোল করেন দিয়েগো রসি। ৭৯ মিনিটে রসি নিজের দ্বিতীয় গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

এদিকে শেষ ষোলোর আরেকটি ম্যাচে মেক্সিকোর টাইগার্সকে ২-১ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক সিটি।