মধ্যরাতে বিসিবির জরুরি বোর্ড সভার বিজ্ঞপ্তি, ভার্চুয়ালি যুক্ত হবেন পাপন

বিসিবি
  © ফাইল ফটো

আগেই জানা গিয়েছিল আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ বোর্ড সভা বসছে। তবে সভা নিয়ে বিসিবির আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি। আর যখন পাওয়া গেল তখন দিন পেরিয়ে মধ্যরাত। রাত বারোটার পর এক বিজ্ঞপ্তিতে জরুরি বোর্ড সভার বিষয়টি জানিয়েছে বিসিবির মিডিয়া বিভাগ! অবশ্য এমন অপেশাদারি মনোভাব এবারই প্রথম নয়, এর আগেও দেখা গেছে।

গত ৫ আগস্ট সরকার পদত্যাগের পর থেকে একপ্রকার অস্থির সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট বোর্ডের আঙিনা যাদের পদচারণায় মুখরিত ছিল, রাজনৈতিক পটপরিবর্তনের পর তাদের প্রায় সবাই এখন আড়ালে। কথা চলছে বোর্ড সভাপতির পরিবর্তনের বিষয় নিয়েও। নাজমুল হাসান পাপনও নিজের পদ ছাড়তে রাজি বলে জানা গেছে। এ সভায় ভার্চুয়ালি যোগ দেবেন আত্মগোপনে থাকা পাপন। এদিন পদত্যাগের বিষয়ে নিজের সিদ্ধান্ত জানাতে পারেন তিনি।

এমন অবস্থায় আজ (বুধবার) জরুরি বোর্ড সভা ডেকেছে বিসিবি। সরকার পরিবর্তনের পর এটিই হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রথম বোর্ড সভা। রাত ১২টা ১১ মিনিটে দেওয়া বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, বাংলাদেশ সচিবালয়ের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বুধবার সকাল এগারোটায় বিসিবির বোর্ড অব ডিরেক্টরদের জরুরি মিটিং ডাকা হয়েছে। উক্ত মিটিংয়ে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের জন্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছে বিসিবি।

এছাড়া জরুরি বোর্ড মিটিংয়ে সাংবাদিকদের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও বিস্তারিত বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

লম্বা সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অভিভাবকের ভূমিকায় এককভাবেই ছিলেন নাজমুল হাসান পাপন। বোর্ডের গঠনতন্ত্র মেনে দুজন সহ-সভাপতি থাকার কথা থাকলেও নিজের মেয়াদে এই পদে কাউকেই নিয়োগ দেননি তিনি। রাজনৈতিক পালাবদলের পর পাপনের অনুপস্থিতিতে তাই ক্রিকেট বোর্ডের কার্যক্রমে নেমে এসেছে স্থবিরতা।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, বোর্ড সভা অনুষ্ঠিত হওয়ার জন্য কমপক্ষে ৯ পরিচালকের উপস্থিতি আবশ্যক। ক্রিকেট বোর্ডের ভবিষ্যতটা অনেকাংশে নির্ভর করবে আগামীকালের এই বৈঠকের ওপর।