ছাত্র-জনতার দেশপ্রেম দেখে মুগ্ধ তামিম ইকবাল

তামিম ইকবাল
  © সংগৃহীত

বাংলাদেশ বর্তমানে কঠিন সময় পার করছে। কারণ, শেখ হাসিনার পতনের পর ব্যাংক লুট এবং হাজার হাজার কোটি টাকা পাচারের তথ্য পাওয়া যায়। এ ছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনে আহতের অবস্থাও ছিল আশঙ্কাজনক। এরই মধ্যে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে দেশের বেশ কিছু অঞ্চল।

আটকা পড়েছেন লাখ লাখ মানুষ। ক্রমশই খাবার, পানির সংকট আরও তীব্র হচ্ছে। এরই মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে। দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এমন পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এসেছেন তারকা থেকে শুরু করে দেশের সাধারণ মানুষ। নিজ নিজ জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন সবাই।

দেশের মানুষের এমন উদার মানসিকতা দেখে হৃদয় ছুঁয়ে গেছে তামিম ইকবালের। এমন দেশকেই দেখতে চান বলে জানিয়েছিলেন তিনি। নমুনা হিসেবে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে কয়েকটি ছবি পোস্ট করেছেন দেশসেরা এই ওপেনার।

এ ছাড়া ক্যাপশনে লিখেছেন, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, ‘বাংলাদেশ আপনার কাছে কি?’ আমি এই ছবিগুলো দেখিয়ে দেব। কেউ যদি বলে, ‘কেমন বাংলাদেশ দেখতে চান?’ এই ছবিগুলো মেলে ধরব।

‘এরকম আরও অনেক ছবি-ভিডিও গত কয়েক দিনে দেখেছি। অনেক কিছু শুনেছি। এটাই তো আমার দেশ! এমন বাংলাদেশই তো চাই! সৌহার্দ্য, সহমর্মিতা, সম্প্রীতি আর ভালোবাসায় মোড়ানো দেশ।

পোস্টের শেষ তিনি আরও লিখেছেন, যত বিপর্যয়, তত বন্ধন। যত সঙ্কট, তত সমাধান। যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

এর আগে গতকাল দেশের বন্যা পরিস্থিতি নিয়ে পোস্ট করেছিলেন তামিম। সেখানে তিনি দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন।