৭-১ গোলে জিতলো আর্জেন্টিনা
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩০ PM
উজবেকিস্তানে অনুষ্ঠিত দশম ফিফা ফুটসাল বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইউক্রেনকে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। রোববার (১৫ সেপ্টেম্বর) তাসখন্দের হুমো অ্যারেনায় প্রতিপক্ষকে ৭-১ গোলে বিধ্বস্ত করে আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার পক্ষে ম্যাচে জোড়া গোল করেন কেভিন আরিয়েত্তা ও ক্রিশ্চিয়ান বোরুতো।
ম্যাচের শুরুতে অবশ্য গোল হজম করে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। পেট্রো শোতুরমার গোলে লিড পায় উজবেকিস্তান। এরপরের গল্প শুধুই আলবিসেলেস্তেদের। একের পর এক গোল বন্যায় প্রতিপক্ষের জালে উৎসব শুরু করে তারা। আরিয়েত্তা ও বোরুতোর জোড়া গোল ছাড়াও গোল করেন অ্যালান ব্রান্ডি, মাতিয়াস রোসা ও লুকাস বোলি।
আসরে আর্জেন্টিনার গ্রুপ পর্বের পরের ম্যাচ আফগানিস্তানের বিপক্ষে। আগামী ১৮ তারিখ হবে সেই ম্যাচ। আর শেষ ম্যাচে ২১ সেপ্টেম্বর তারা মুখোমুখি হবে অ্যাঙ্গোলার।