ফিফা র‍্যাঙ্কিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

ফিফা
  © ফাইল ফটো

এ মাসের শুরুতে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে ভুটানে গিয়েছিল বাংলাদেশ। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বর স্থানে থেকে ভুটানের বিপক্ষে খেলে র‍্যাঙ্কিং বাড়ানোরই লক্ষ্য ছিল। ৫ সেপ্টেম্বর থিম্পুতে প্রথম ম্যাচটা জিতলেও ৮ সেপ্টেম্বরের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ হেরে যায়। ওই ম্যাচের হার র‍্যাঙ্কিংয়ে যে নেতিবাচক প্রভাব রাখবে, সেটি অনুমিতই ছিল। আজ প্রকাশিত নতুন র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২ ধাপ পিছিয়ে ১৮৬তম স্থানে আছে।

র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও রেটিং পয়েন্ট সামান্য বেড়েছে বাংলাদেশের—০.০৪। বাংলাদেশের পয়েন্ট এখন ৮৯৬.৬৭। অবশ্য বাংলাদেশের বিপক্ষে এক ম্যাচ হারায় র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে ভুটানেরও। ১৮২ থেকে নেমে তাদের অবস্থান এখন ১৮৪-তে।

র‍্যাঙ্কিংয়ে নেমেছে ভারতও। তারাও নেমে গেছে ২ ধাপ। ভারতের র‍্যাঙ্কিং এখন ১২৬। আশপাশের দেশগুলোর মধ্যে মালদ্বীপের অবস্থান ১৬৩, নেপালের ১৭৬, আফগানিস্তানের ১৫২। এর পাশাপাশি মালয়েশিয়ার অবস্থান ১৩২ ও মিয়ানমারের ১৬৭। পাকিস্তান আছে ১৯৭-এ।

এদিকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানটি ধরে রেখেছে আর্জেন্টিনা। পরের চারটি অবস্থানে আছে যথাক্রমে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও ব্রাজিল।