দাবা অলিম্পিয়াডে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জন গ্র্যান্ডমাস্টার রাজীবের
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ PM , আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ PM
গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের অধিকৃত গাজায় নারকীয় গণহত্যা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়ে। তাদের নৃশংস হামলায় গাজায় এখন পর্যন্ত ৪১ হাজার ৩৯১ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়া গাজার ৮০ শতাংশের ওপরে অবকাঠামো ধ্বংস করেছে দেশটি। আর গাজায় ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বর্জনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) নিজের ফেসবুকে এক বার্তায় এমনটা জানিয়েছেন তিনি।
হাঙ্গেরির বুদাপেস্টে ৪৫তম দাবা অলিম্পিয়াডে আজ বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। তার আগে ফেসবুকে রাজীব লিখেছেন, ‘২০২২ সালে চেন্নাই দাবা অলিম্পিয়াডসহ ২০২৪ হাঙ্গেরি দাবা অলিম্পিয়াডে রাশিয়া ও বেলারুশ দল অংশ নিতে পারেনি। তাহলে বর্তমান পরিস্থিতিতে ইসরায়েল কীভাবে অংশ নিতে পারে? আমি বয়কট করলাম।’
তাঁর এমন বার্তা মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাওয়া হলে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম আজকের পত্রিকাকে বলেন, ‘দেখুন ইসরায়েলের সঙ্গে খেলতে আমাদের তো কোনো বাধা নেই। সরকারও কোনো নিষেধাজ্ঞা দেয়নি। তবু আমরা বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করব।’
দশম রাউন্ড বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। যেখানে বাংলাদেশ তৃতীয় বোর্ডে রাজীবের নাম জমা দিয়েছে। শেষ পর্যন্ত তিনি না খেললে ইসরায়েল ওই বোর্ডে সরাসরি পয়েন্ট পাবে।