সাকিবকে নিয়ে সাংবাদিকের প্রশ্নে শান্ত বললেন, ‘খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ্’
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ PM
ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ২৮০ রানে হারের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে একটা বড় অংশ জুড়ে ছিলেন সাকিব আল হাসান। সার্বিক অবদান নিয়ে প্রশ্ন উঠে যে, সাকিবের মতো ধুঁকতে থাকা একজন ক্রিকেটারকে দলে রাখা শান্তর জন্য কঠিন কিনা। জবাবে মুচকি হেসে উত্তর দেওয়া অধিনায়কের কথা থেকেই বোঝা গেছে, সাংবাদিকের মতামতের সঙ্গে একমত নন তিনি। শুধু বলেছেন ‘খুব সাহসী প্রশ্ন, মাশাআল্লাহ।’
তারপর খেলোয়াড় সাকিবের পারফরম্যান্স প্রশ্ন পাশ কাটিয়ে যান কৌশলে। বলেছেন, ‘অধিনায়ক হিসেবে যেটা দেখি, শুধু সাকিব ভাই বলে বলছি না। আমি দেখি যে একজন খেলোয়াড় কতটুকু কষ্ট করছে এবং কামব্যাক করার জন্য যা যা দরকার, সে কাজগুলো করছে কি না, দলের প্রতি ইন্টেনশনটা কী রকম। এই জিনিসগুলো আমি মূলত খেয়াল রাখি। চেষ্টা করি, ওই ক্রিকেটার দলকে দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত, শতভাগ কি না। আমি সবার ক্ষেত্রেই বিষয়টা এভাবেই দেখি। সেটা হোক নাহিদ রানা কিংবা মুশফিক ভাই।’
তিনি আরও বলেছেন, ‘আমি কখনও নির্দিষ্ট কারও পারফরম্যান্স নিয়ে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। কারণ খেলাটা দলীয় খেলা। পুরা দলের অবদানেই কিন্তু একটা ম্যাচ জেতা সম্ভব। সব মিলিয়ে আমরা সবাই মিলে যদি অবদান রাখতাম, ভালো কিছু হতো। তো আলাদা করতে ব্যক্তিগত কাউকে নিয়ে আমি চিন্তিত নই।’
এর মধ্যে রবিবার চতুর্থ দিন সকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় জসপ্রীত বুমরার একটি ডেলিভারি লাগে সাকিবের হাতে। তাতে আঙুলের ইনজুরি নিয়ে নতুন শঙ্কাও জাগে। পরে এর ব্যাখ্যায় শান্ত বলেছেন, ‘আঙুলের যে ব্যাপারটা, বল লেগেছিল, ওখানে ব্লিডিংও হয়েছিল। যে কারণে টেপ প্যাঁচানো।’