বিপিএল প্লেয়ার্স ড্রাফট
পুরোনো দলে মাশরাফি-মাহমুদউল্লাহ
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৫ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৪, ১২:৪৫ PM

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট চলছে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। বিপিএলের এগারতম আসরের দল গোছানোর কাজ করছে বিপিএলের অংশগ্রহণকারী সাত দল। পুরোনো চার ফ্র্যাঞ্চাইজি— সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্সের সঙ্গে যোগ হয়েছে ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী ও চট্টগ্রাম কিংস।
ড্রাফটে শুরুতে দলগুলোর ডাকের লটারি করা হয়। শুরুতে খেলোয়াড় ডাক পাওয়ার সুযোগ পায় দুর্বার রাজশাহী। দলটি লুফে নেয় তাসকিন আহমেদকে। এরপর চিত্রনায়ক শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস ডাক পাওয়ার সুযোগ পায়। তারা দলে নেয় লিটন কুমার দাসকে। তিনে চিটাগং কিংস ডাক পাওয়ার সুযোগ পেয়ে নিয়ে নেয় শামীম হোসেন পাটোয়ারীকে। এরপর খুলনা টাইগার্স দলে ভেড়ায় হাসান মাহমুদকে। পাঁচে ডাক পাওয়ার সুযোগ পেয়ে রংপুর রাইডার্স দলে নেয় নাহিদ রানাকে। এরপর সিলেট স্ট্রাইকার্স ছয়ে ও ফরচুন বরিশাল সাতে ডাক পাওয়ার সুযোগ পায়। তারা দলে নেয় যথাক্রমে রনি তালুকদার ও মাহমুদউল্লাহ রিয়াদকে।
দ্বিতীয় রাউন্ডে পেছন থেকে ক্রমানুসারে ডাক পাওয়ার সুযোগ পায়। ফরচুন বরিশাল তানভীর ইসলামকে, সিলেট স্ট্রাইকার্স মাশরাফি বিন মুর্তজাকে, রংপুর রাইডার্স সাইফ হাসানকে, খুলনা টাইগার্স নাঈম শেখকে, চিটাগং কিংস পারভেজ হোসেন ইমনকে, ঢাকা ক্যাপিটালস হাবিবুর রহমান সোহান ও দুর্বার রাজশাহী জিসান আলমকে দলে নেয়।
এর আগে পুরোনো চার দল দুজন করে রিটেইন এবং একজন করে খেলোয়াড় সরাসরি চুক্তিতে দলে নেয় এবং নতুন তিন দল দুজন করে খেলোয়াড় সরাসরি চুক্তিকে দলে ভিড়িয়েছে।
ফরচুন বরিশাল:
রিটেইন: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ডিরেক্ট সাইনিং: তাওহীদ হৃদয়।
রংপুর রাইডার্স:
রিটেইন: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।
ডিরেক্ট সাইনিং: মোহাম্মদ সাইফউদ্দিন।
খুলনা টাইগার্স:
রিটেইন: নাসুম আহমেদ ও আফিফ হোসেন।
ডিরেক্ট সাইনিং: মেহেদী হাসান মিরাজ।
সিলেট স্ট্রাইকার্স:
রিটেইন: তানজিম হাসান সাকিব ও জাকির হাসান।
ডিরেক্ট সাইনিং: জাকের আলী অনিক।
ঢাকা ক্যাপিটালস:
ডিরেক্ট সাইনিং: মোস্তাফিজুর রহমান ও তানজিদ হাসান তামিম।
দুর্বার রাজশাহী:
ডিরেক্ট সাইনিং: এনামুল হক বিজয়।
চট্টগ্রাম কিংস:
ডিরেক্ট সাইনিং: সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম।