নাসুমকে মেরেছিলেন চড় : হাথুরুর অপরাধ ধামাচাপা দেন পাপন
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ PM , আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ PM
বিশ্বকাপের মতো মঞ্চে জাতীয় দলের একজন ক্রিকেটারের গায়ে হাত তোলা যে কোনো বিচারেই গর্হিত অপরাধ। অবিশ্বাস্য হলেও সত্যি যে, গত ওয়ানডে বিশ্বকাপে এই অপকর্ম করেছিলেন সদ্য বরখাস্ত হওয়া চন্ডিকা হাথুরুসিংহে। তাকে এমন অভিযোগ থেকে বাঁচিয়েছিলেন তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ১১ মাস পর সেই ঘটনাতেই আজ বরখাস্ত হলেন হাথুরুসিংহে।
চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ চলাকালীন হাথুরুর বিরুদ্ধে নাসুম আহমেদকে চড় মারার অভিযোগ ওঠে। শুরুতে এমন ঘটনা ডাহা অস্বীকার করেছিল বিসিবি এবং হাথুরু স্বয়ং। গত বছরের ৫ ডিসেম্বর মিরপুরে এমন প্রশ্নে তেলে-বেগুনে জ্বলে উঠে শ্রীলঙ্কান কোচ বলেছিলেন, ‘যারা আমাকে একটু হলেও জানে, তারা জানে যে এ রকম কিছু করার মতো লোক আমি কিছুতেই নই। আপনাদের মিডিয়ার মান খুবই নিম্ন পর্যায়ের।’
হাথুরুসিংহের কাছে জিজ্ঞাসা ছিল, ‘আপনি কি সত্যিই নাসুমকে চড় মেরেছিলেন?’ জবাবে ক্ষোভে ফুঁসে ওঠা বাংলাদেশ কোচের প্রথম জবাব ছিল, ‘আর ইউ ম্যাড?’ সেদিন তাহলে কী ঘটেছিল? এবার বাংলাদেশ দলের হেড কোচের জবাব, ‘আমি জানলেই না বলব যে কী ঘটেছিল!’ নিউজিল্যান্ড ম্যাচের সময় উপস্থিতদের কাছ থেকে সত্যিটা জেনে নেওয়ার চ্যালেঞ্জও ছুড়ে দিলেন তিনি, ‘যারা সেদিন ওখানে উপস্থিত ছিল, তাদের কাছেই জিজ্ঞেস করে দেখুন না। বুলশিট।’
এর তিনদিন পর মিরপুরেই একই প্রশ্নের জবাব দিতে হয়েছিল তৎকালীন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে। ওই বছরের ৮ ডিসেম্বর সংবাদ সম্মেলনে এমন ঘটনা অস্বীকার করে পাপন বলেছিলেন, ‘আমি অনেকদিন ধরেই দেখছি। এটা ডাহা মিথ্যা। এরপর আর কিছু বলার নাই। আমি জানি না। আমি কোনো দিনই শুনিনি এমন ঘটনা। আমি এই ধরনের কোনো কথাই শুনি নি।’
এইচএসসির ফল: নারী ফুটবলারদের দুজন পাস, দুজন ফেলএইচএসসির ফল: নারী ফুটবলারদের দুজন পাস, দুজন ফেল
তিনি আরও বলেছিলেন, ‘এক্সসেপ্ট যখন নাকি এটা টিভিতে প্রচার করা হলো এবং এখানটায় ফার্স্ট একটা জিনিসই আমি ওনাদেরকে বলেছি যারাই আমার সঙ্গে যোগাযোগ করেছে এখানটাই যেটা বলা হয়েছে আমি কোচকে শাসিয়েছি সামথিং লাইক দ্যাট- আমি তো জানি না। সো এরপর আমার তো কিছু বলার নাই। যে জিনিসটা আমি জানি মিথ্যা। সেই জিনিসটা নিয়ে।’
কিন্তু গণমাধ্যমের তদন্তে ঠিকই প্রকাশিত হয় আসল ঘটনা। ঘটনাস্থলে থাকা একাধিক ক্রিকেটার নাম প্রকাশ না করে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। চাপে পড়ে লোক দেখানো একটি তদন্ত কমিটি গঠন করে পাপনের বিসিবি। কিন্তু সেই তদন্ত কমিটির প্রতিবেদন আলোর মুখ দেখেনি। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ ছেড়ে পালান পাপন। নতুন বিসিবি সভাপতি হন ফারুক আহমেদ, যার সঙ্গে হাথুরুর সম্পর্ক আদায়-কাঁচকলায়।
ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পর নাসুমের ঘটনাটি পুনঃতদন্ত শুরু করেন। তিনি ভিকটিম নাসুমসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা খুঁজে পান। অবশেষে আজ মঙ্গলবার হাথুরুকে সাময়িক বরখাস্ত করেছে বিসিবি। তাকে ৪৮ ঘণ্টার মাঝে শোকজের জবাব দিতে বলা হয়েছে। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অন্তর্বর্তী কোচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সকে।