অভিষেক ম্যাচেই গতির ঝড় নাহিদ রানার

বাংলাদেশ

টেস্ট ম্যাচে এখন নিয়মিতই বলা চলে টাইগার পেসার নাহিদ রানাকে। এবার ওয়ানডেতেও অভিষেক হয়ে গেল ডানহাতি এই ফাস্ট বোলারের। শারজাহ'তে আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই বল হাতে আগুন ঝরিয়েছেন তিনি।

 

শারজাহ'র মন্থর উইকেটে সোমবার (১১ নভেম্বর) ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের আশপাশে বোলিং করেছেন নাহিদ। একটি বলে তুলেছেন ১৫১ কিলোমিটার গতিও। গতির পাশাপাশি তার লাইন ও লেন্থও ছিল দারুণ। ১০ ওভার বোলিং করে এক মেডেনে ৪০ রান খরচায় নিয়েছেন ২ উইকেট।

 

নাহিদের বোলিংয়ে মুগ্ধ হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি পেসার ইয়ান বিশপ। সামাজিক যোগাযোগমাধ্যমে টাইগার এই তরুণ পেসারের যত্ন নিতে বলেছেন ক্যারিবীয় এই কিংবদন্তি পেসার।

 

এক্সে বিশপ লিখেছেন, ‘বাংলাদেশকে সক্রিয় হতে হবে। সেরা স্ট্রেন্থ ও কন্ডিশনিং বিশেষজ্ঞ ও ডায়েটিশিয়ানকে চাকরি দিতে হবে। নাহিদ রানা ও তাদের ফাস্ট বোলিং দলটাকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। নাহিদের গতি খুবই প্রশংসনীয়।’

 

আফগানিস্তানের বিপক্ষে রানা দুর্দান্ত বোলিং করলেও বাংলাদেশ অবশ্য ম্যাচটা হেরে গেছে। টাইগারদের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে হাশমতুল্লাহ শহীদীর দল।