পুত্র সন্তানের বাবা হলেন রোহিত শর্মা

রোহিত
  © সংগৃহীত

গুঞ্জন আগে থেকেই ছিল। এবার সেই গুঞ্জনটাই সত্য হলো, দ্বিতীয়বার বাবা হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবার রাতে রোহিত ও তার স্ত্রী রিতীকা সাজদেহর কোলজুড়ে এসেছে পুত্র সন্তান। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোস্টে নিশ্চিত করেছেন রোহিত শর্মা নিজেই।

রোহিত এখন মুম্বাইতে অবস্থান করছেন। যার ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন পার্থ টেস্টে তার খেলা হচ্ছে না। ইনস্টাগ্রামে চার জনের একটি এনিমেটেড ছবি পোস্ট করেছেন রোহিত। সেখানে লেখা ‘পরিবার, যেখানে আমরা চার জন। ওই ছবির নিচে লেখা, ‘১৫/১১/২০২৪।’ 

কারও বুঝে নিতে সমস্যা হওয়ার কথা নয়, সন্তান জন্মের তারিখ এটি।  এই সময়ে স্ত্রীর পাশে থাকার জন্যই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাননি রোহিত। ধারণা করা হচ্ছে, শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। যদিও প্রথমে বোর্ডের কাছ থেকে ছুটি নিয়েছিলেন রোহিত। পরে নিউজ়িল্যান্ডের বিপক্ষে দল ৩-০ ব্যবধানে হারার পর ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেন বলে শোনা গিয়েছে।

২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রোহিত ও রিতীকা। এর আগে ২০১৮ সালে প্রথমবার বাবা হন রোহিত। তাদের কন্যার নাম সামাইরা। ছয় বছর পর ফের বাবা হলেন রোহিত। এবার ঘরে এল পুত্রসন্তান। যদিও দ্বিতীয় বার স্ত্রীয়ের অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাননি রোহিত। জানা গেছে মা ও সন্তান দু’‌জনেই সুস্থ আছে।