সিংহাসনে থেকেই বছর শেষ করছে আর্জেন্টিনা, ব্রাজিল কোথায়?
- স্পোর্টস ডেস্ক
- প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৯ নভেম্বর ২০২৪, ০১:১১ PM
৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে কাতার বিশ্বকাপে শিরোপা উল্লাস করেছিল আর্জেন্টিনা। বহুল আকাঙ্ক্ষিত ট্রফি জয়ের পর পানামা ও কুরসাওয়ের সঙ্গে টানা দুই জয়ে ২০২৩ সালের ৬ এপ্রিল ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে ওঠে আলবিসেলেস্তেরা। এরপর থেকেই র্যাঙ্কিং সিংহাসন নিজেদের দখলে রেখেছে লিওনেল মেসির দল।
তবে চলতি বছরে শেষ আন্তর্জাতিক সূচিতে প্রত্যাশিত সাফল্য পায়নি আর্জেন্টাইনরা। এরপরও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে থেকেই বছর শেষ করতে যাচ্ছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বছরের শেষ হালনাগাতকৃত র্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। যেখানে শীর্ষে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে তালিকার শীর্ষ পাঁচে আসেনি কোনো পরিবর্তন।
চলতি নভেম্বরে প্যারাগুয়ের মাঠে দলটির সঙ্গে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে সেই ধাক্কা সামলে ঘরের মাঠে পেরুর বিপক্ষে ১-০ গোলে জয় ছিনিয়ে নেয় কোপা আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এতে মেসিদের রেটিং পয়েন্ট অবশ্য কিছুটা কমেছে।
তালিকায় দুইয়ে ফ্রান্স। ফরাসিদের পয়েন্ট এক হাজার ৮৫৯ দশমিক ৭৮।
এদিকে সবশেষ দুই ম্যাচে জয় পাওয়ায় স্পেন ও ইংল্যান্ডের পয়েন্ট কিছুটা বেড়েছে, তালিকের তিন ও চারে আছে দল দুটি।
আর পাঁচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দীর্ঘদিন ধরে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়া সেলেসাওদের চিত্র খুব একটা বদলায়নি। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ড্র করায় অবস্থান একই আছে তাদের।
অন্যদিকে এক ধাপ করে এগিয়ে ছয়ে ও সাতে পর্তুগাল ও নেদারল্যান্ডস। দুই ধাপ নেমে আটে বেলজিয়াম। নেশন্স লিগে সবশেষ দুই ম্যাচই হেরেছে তারা। আগের মতোই নবমস্থানে ইতালি এবং একধাপ এগিয়ে ১০-এ জার্মানি।