অবিক্রিত মোসাদ্দেককে দলে ভেড়ালো শাকিবের ঢাকা

বিপিএল
  © ফাইল ছবি

রূপালি পর্দার জনপ্রিয় অভিনেতা শাকিব খান এবার ক্রিকেটের জগতে পা রেখেছেন। তিনি বর্তমানে বিপিএলের ঢাকা ক্যাপিটালস দলের মালিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে তার এই যাত্রা শুরু হয়েছিল একেবারেই হতাশার মধ্যে। প্রথম পর্বে ঢাকা ক্যাপিটালস কোনো ম্যাচে জয় পায়নি। তিনটি ম্যাচ খেলেও লিটন দাস-মুস্তাফিজুররা সবকটিতেই হারের মুখ দেখেন।

এদিকে চলতি বিপিএলের আসরে ড্রাফটে থাকলেও কোন দল পাননি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আজ সোমবার সিলেট পর্বের আগের দিন ঢাকা ক্যাপিটালস নতুন খেলোয়াড় হিসেবে অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে দলে ভিড়িয়েছে। আজ থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি।

ঢাকা ক্যাপিটালস তাদের স্কোয়াডে পরিবর্তন আনতে মরিয়া হয়ে উঠেছে। গত তিন ম্যাচে স্কোয়াড নির্বাচন ও সিদ্ধান্ত নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছিল তারা। বিশেষ করে বিদেশি ক্রিকেটারদের নিয়ে ভক্তদের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল। তাই, অবিক্রিত থাকা মোসাদ্দেকের দিকে হাত বাড়ানো হয়, যাতে দলের পারফরম্যান্সের উন্নতি হয়।

এছাড়া, গতকাল ঢাকা ক্যাপিটালসে যোগ দিয়েছেন দলের মেন্টর সাঈদ আজমল। পাকিস্তানের সাবেক এই স্পিনার, যিনি একসময় ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন, তার উপস্থিতি নিশ্চিতভাবেই দলের জন্য বাড়তি প্রেরণা বয়ে আনবে।