ফিক্সিং প্রমাণিত হলে তাদের জীবন কঠিন করে তুলব : বিসিবি সভাপতি

বিসিবি
  © ফাইল ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) চলমান একাদশ আসর নানা বিতর্কে ঘিরে রয়েছে, যার মধ্যে সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জনও রয়েছে। ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নড়েচড়ে বসেছে এবং তাদের অ্যান্টি করাপশন ইউনিট (অ্যাকু) তদন্ত করছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, যদি কারও বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ প্রমাণিত হয়, তবে তার ‘জীবন কঠিন করে তোলা হবে’।

ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বিভিন্ন সূত্র এবং গণমাধ্যমে পাওয়া অভিযোগের ভিত্তিতে বিসিবির দুর্নীতিবিরোধী সংস্থা অ্যাকু ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে, যেখানে প্রাথমিকভাবে আটটি ম্যাচে স্পট ফিক্সিং বা ম্যাচ ফিক্সিংয়ের সম্ভাবনা দেখা গেছে। বর্তমানে নজরদারিতে আছেন চারটি ফ্র্যাঞ্চাইজির ১০ ক্রিকেটার, যার মধ্যে ৬ জন বাংলাদেশ জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। বাকি ৪ জনের মধ্যে দুজন স্থানীয় অনভিজ্ঞ ক্রিকেটার এবং দুজন বিদেশি ক্রিকেটার আছেন।

সন্দেহজনক পারফরম্যান্সের তালিকায় ৮টি ম্যাচ রয়েছে, যার মধ্যে ফরচুন বরিশাল-দুর্বার রাজশাহী (৬ জানুয়ারি), রংপুর রাইডার্স-ঢাকা ক্যাপিটালস (৭ জানুয়ারি), ঢাকা-সিলেট স্ট্রাইকার্স (১০ জানুয়ারি), রাজশাহী-ঢাকা (১২ জানুয়ারি), চিটাগাং কিংস-সিলেট (১৩ জানুয়ারি), বরিশাল-খুলনা টাইগার্স (২২ জানুয়ারি) এবং চিটাগাং-সিলেট (দুটি ম্যাচ) অন্তর্ভুক্ত।

বিপিএলের শুরুতেই অনেক আশা ছিল, তবে টিকিট ব্যবস্থাপনা, সন্দেহজনক পারফরম্যান্স এবং পারিশ্রমিক বকেয়া রাখার মতো বিতর্কগুলো সেই আশা ভেঙে দিয়েছে। এসব সমস্যার মধ্যেও বিসিবি ফ্র্যাঞ্চাইজিগুলোকে বারবার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে সতর্ক করছে।

তদন্ত চলমান থাকায় এই মুহূর্তে ফিক্সিং ইস্যুতে মন্তব্য করতে অনাগ্রহ দেখিয়ে ফারুক বলেছেন, ‘তদন্ত এখনও চলমান থাকায় আমাদের কিছু প্রোটোকল মেনে চলতে হয়। সে কারণে আমি আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে পারব না। পুরো তালিকা এবং যেসব ম্যাচ নিয়ে অভিযোগ উঠেছে সেসব আমাদের নজরে আছে এবং সেসব নিয়ে তদন্ত হচ্ছে।’

কঠিন শাস্তির হুমকি দিয়ে তিনি আরও বলেন, ‘যদি তদন্তে কোনো কিছু (প্রমাণ) বেরিয়ে আসে, এরপর যে কঠিন শাস্তি দেওয়া হবে সবাই জানেন। আমি যদি সেরকম কিছু পাই, তাদের জীবন কঠিন করে তুলব, কারণ আমি কারও অপরাধের ছাড় দেবো না। সিদ্ধান্ত একটাই আসবে এবং সেটি সবার জন্যই প্রযোজ্য হবে। সেটি হবে দৃষ্টান্তমূলক।’