এনামুল হক বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- স্পোটর্স মোমেন্টস
- প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ AM , আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৫ AM
-10101.jpg)
এবারের বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে থাকা এনামুল হক বিজয়ের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ উঠেছে। এ কারণে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
অবশ্য অভিযোগটি এখনও প্রমাণিত হয়নি। তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ ইমিগ্রেশন কর্তৃপক্ষকে এনামুলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারির অনুরোধ জানিয়েছে।
দুর্নীতি দমন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ‘এনামুল হক সম্পর্কিত বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে, এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এনামুলের বিরুদ্ধে চলমান তদন্তের জন্য আপৎকালীন সিদ্ধান্ত হিসেবে এই নিষেধাজ্ঞা আবেদন করা হয়েছে। যদি তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হয়, তবে তা শিগগিরই প্রত্যাহার করা হবে।
এনামুল একা নন; তার সতীর্থ বেশ কয়েকজন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। রাজশাহীসহ আরও তিনটি ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দের ওপর বিশেষ নজরদারি রাখা হয়েছে।
এছাড়া, চলতি মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক হিসেবে দায়িত্বে ছিলেন এনামুল। তবে দলের পারফরম্যান্স খারাপ হওয়ায় তাকে সরিয়ে দেওয়া হয় এবং বর্তমানে তাসকিন আহমেদের অধীনে রাজশাহী প্লে অফে খেলার সুযোগ রেখেছে।