অবশেষে পণ্ড হওয়া সেই নারী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ PM , আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৪২ PM

অবশেষে দিনাজপুরের হিলিতে ‘তৌহিদী জনতার’ বাধায় পণ্ড হওয়া সেই নারী ফুটবল টুর্নামেন্ট পুনরায় অনুষ্ঠিত হয়েছে। বিষয়টি নিয়ে সরকারের প্রধান উপদেষ্টা বিবৃতি দেওয়ার পর গতকাল সোমবার একটি অস্থায়ী মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
খেলা দেখে স্থানীয়রা অত্যন্ত আনন্দিত, এবং তারা নিয়মিত এমন খেলার আয়োজনের দাবি জানান। পাশাপাশি যারা খেলার বিরোধিতা করেছিলেন, তাদের প্রতি নিন্দা প্রকাশ করেছেন। প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠু ও সুন্দরভাবে খেলা আয়োজন করতে পেরে আয়োজকরা সন্তুষ্ট।
এর আগে গত মঙ্গলবার স্থানীয় যুবসমাজের উদ্যোগে হিলি উপজেলার বাওনা মাঠে নারী ফুটবল খেলার আয়োজন করা হয়েছিল। কিন্তু খেলা শুরুর আগে তৌহিদী জনতার ব্যানারে একদল লোকের হামলার কারণে টুর্নামেন্টটি পণ্ড হয়ে যায়, যা সারা দেশে নিন্দার ঝড় তোলে। পরে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নিন্দা জানিয়ে খেলা পুনরায় আয়োজনের নির্দেশনা দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার ইটাই বাওনা এলাকায় অস্থায়ী ফুটবল মাঠে খেলা পুনরায় শুরু হয়। খেলার উদ্বোধন করেন দিনাজপুর জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা। খেলায় ঢাকার নারী ফুটবল দল জয়পুরহাট নারী ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে।
নারী ফুটবল ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন বিপুল সংখ্যক দর্শক, যাদের মধ্যে নারী, পুরুষ এবং শিশু সকলেই ছিলেন। খেলা অনুষ্ঠিত হয় আনন্দঘন পরিবেশে।
জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দা হাশমাতুন নাহার শুভ্রা বলেন, “নারীদের খেলা নিয়ে বিরোধিতা করা অত্যন্ত দুঃখজনক। নিয়মিত খেলার আয়োজনের মাধ্যমে নারীরা আরো উন্নতি করবে