শীর্ষস্থানে বার্সেলোনা
লাস পালমাস কে হারিয়ে লা লিগার শীর্ষস্থানে বার্সেলোনা
- নিউজ ডেস্ক
- প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ PM , আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪২ PM

লাস পালমাস কে ২-০ ব্যবধানে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে বার্সেলোনা।
দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় দানি ওলমো এবং ফেরান টোরেসের গোলে লাস পালমাসকে ২-০ গোলে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা।
শনিবার ভ্যালেন্সিয়ার বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদের জয়ে বার্সা শীর্ষস্থান থেকে নেমে যায়।
তবে ব্লাউগ্রানা নিশ্চিত করেছে যে, রবিবার জিরোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ফলাফল নির্বিশেষে টেবিলের শীর্ষে থেকেই সপ্তাহ শেষ করবে।
ম্যাচের ৬২ তম মিনিটে লামিন ইয়ামালের দুর্দান্ত পাসে ওলমো বার্সাকে লিড এনে দেন। টেবিলের ১৭তম স্থানে থাকা লাস পালমাস ৭৯তম মিনিটে হ্যান্ডবলের জন্য পেনাল্টি পায়, কিন্তু রেফারি ভিএআর পরীক্ষা করার পর পেনাল্টি আপিল খারিজ করে দেন।
স্টপেজ টাইমে ফেরান টরেস বার্সার হয়ে আরো একটি গোল করলে বার্সার ২-০ গোলে ম্যাচ জয় নিশ্চিত হয়। হ্যান্সি ফ্লিকের দল এখন সব প্রতিযোগিতায় ১০ টি অ্যাওয়ে ম্যাচে অপরাজিত (জয় ৭, ড্র ৩)।