হারের পর জরিমানা গুণতে হচ্ছে বিজয়কে

বিজয়
  © ফাইল ছবি

গতকাল মঙ্গলবার (০৪ মার্চ) ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। যেখানে লিজেন্ড অব রূপগঞ্জের বিপক্ষে ১০ উইকেটের বড় ব্যবধানের পরাজয় বরণ করতে হয় এনামুল হক বিজয়ের দলকে। তবে বড় হারের সঙ্গে এদিন শুনতে হয়েছে আরেক দু:সংবাদ। ম্যাচে অপেশাদার আচরণের জন্য শাস্তি পেয়েছেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক বিজয়।

মূলত এমন আচরণের কারণে বিজয়কে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। ম্যাচ রেফরি এহসানুল হক সেজান ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিকেএসপির ৩ নম্বর মাঠে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে যান বিজয়। লিজেন্ড অব রূপগঞ্জের পেসার শরিফুল ইসলামের বল তার ব্যাট ছুঁয়ে যায় এমনটা মনে করে আউট দেন আম্পয়ার। এরপর মাঠ ত্যাগ করার সময় বাজে আচরণ করেন বিজয়। যে কারণে জরিমানার কবলে পড়তে হয়েছে তাকে। 

চলতি ডিপিএলে এবার নিয়ে দুইবার আম্পায়ারদের সিদ্ধান্তে ব্যাটারদের মেজাজ হারানোর ঘটনা ঘটেছে। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই রান আউট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। বিকেএসপির মাঠে রূপগঞ্জ টাইগার্স বনাম প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের ম্যাচে ঘটে সেই ঘটনা।

যেকারণে প্রাইম ব্যাংকের কোচ তালহা জুবায়ের, অধিনায়ক ইরাফান শুক্কুর ও ম্যানেজার দেব চৌধুরীকে জরিমানা করা হয়েছে।