সরকারিভাবে বিচ্ছেদ পিকে-শাকিরার
- মোমেন্টস ডেস্ক
- প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭:৫৮ PM , আপডেট: ০৪ জুন ২০২২, ০৭:৫৮ PM

জল্পনা সত্যি হল। শনিবার (৪ জুন) সরকারিভাবে বিচ্ছেদ হল পিকে এবং শাকিরার। ২০১০ সাল থেকে সম্পর্কে ছিলেন এই ফুটবলার এবং গায়িকা। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, দু’জনের সম্পর্কে সমস্যা তৈরি হয়েছে। এ দিনই একসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়ে দিলেন, তাদের মধ্যে এখন আর কোনও সম্পর্ক নেই।
বিয়ে না করলেও অনেকদিন ধরে একসঙ্গে ছিলেন শাকিরা এবং পিকে। তাদের দুই সন্তান রয়েছে। দু’জনেই জানিয়েছেন, সন্তানরা তাদের কাছে সবচেয়ে আগে। ফলে গোটা বিষয়টিতেই গোপনীয়তা রাখতে চান তারা।
কেন শাকিরাকে বিয়ে করেননি, সে প্রসঙ্গে পিকে এক সাক্ষাৎকারে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন সতীর্থ গ্যারি নেভিলকে বলেছিলেন, কোনও দিন বিয়ে করার প্রয়োজনই বোধ করেননি তিনি। এতটাই নাকি দৃঢ় ছিল তাঁদের সম্পর্ক!
এই সম্পর্ক ভাঙার পিছনে নাকি পিকেই দায়ী। শাকিরার সঙ্গে প্রতারণা করে তৃতীয় কোনও মহিলার সঙ্গে সম্পর্ক রাখছিলেন পিকে। মে মাসে দুই সন্তানকে নিয়ে ছুটি কাটাতে গিয়েছিলেন শাকিরা। সেখানে পিকে ছিলেন না। আর একটি বিষয়ও উঠে আসছে। স্পেনে শাকিরার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠেছে। তা নিয়েও কিছুটা চাপে রয়েছেন শাকিরা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা