কোহলির পাশে বাবর আজম

কোহলি
কোহলি ও বাবর আজম  © সংগৃহীত

রাজনৈতিক কিংবা ক্রিকেটীয় ময়দানে ভারত-পাকিস্তান, একে অপরের চির প্রতিদ্বন্দী। মাঠের ক্রিকেটে দুই দলের কোনো দলই একে অপরকে ছেড়ে কথা বলে না। মাঝে মাঝে মাঠের বাইরে দুই দলের ক্রিকেটারদের মধ্যে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা যায়। 

এদিকে, লম্বা সময় ধরে কোহলির ব্যাট ঠিক কোহলিসুলভ আচরণ করছে না। প্রায় তিন বছর হতে চললো সেঞ্চুরি নেই এই ক্রিকেটারের ব্যাটে। এবার মাঠের বাইরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম পাশে দাড়িয়েছেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলির। টুইটারে কোহলির সঙ্গে একটি ছবি পোস্ট করে পাকিস্তানের অধিনায়ক লিখেছেন, ‘এটাও (খারাপ সময়) কেটে যাবে। শক্ত থাকুন।’

সব ফরম্যাটে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮ ইনিংস পার করে ফেললেন কোহলি কোনো শতক ছাড়া। এই সময়ের মধ্যে ২৪টি ফিফটি পেলেও কোহলি ব্যাট হাসছে না এরচেয়ে বেশি। এরমধ্যে সাম্প্রতিক সময় ব্যাটে রানের খরা যাচ্ছে কোহলির।

কোহলির অবস্থা এতটাই প্রতিকূলে যে, এই ক্রিকেটারকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বসিয়ে দেওয়ারও কথা বলছেন অনেকে। এমন খারাপ সময়ে অবশ্য নিজ দলের অধিনায়ক থেকে শুরু করে অনেককেই পাশে পেয়েছেন কোহলি।


মন্তব্য