সিরিজ নির্ধারণী ম্যাচে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামবে বাংলাদেশ

ক্রিকেট
সিরিজের শেষ ম্যাচে আজ বিকেল ৫ টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দল।   © ফাইল ফটো

জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ম্যাচ টি-২০ সিরিজ এখন সাম্যাবস্থায়। প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের কাছে হেরে গিয়ে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সমতা ফিরিয়েছিল টাইগাররা। আজ সিরিজের শেষ ম্যাচে হারারে স্পোর্টস ক্লাবে 'অঘোষিত ফাইনালে'  মুখোমুখি হবে জিম্বাবুয়ে-বাংলাদেশ।

৯ দিনের অধিনায়কত্বে মুদ্রার এপিঠ-ওপিঠ সবটুকুই দেখেছেন অধিনায়ক সোহান। প্রথম ম্যাচে সোহানের দাপুটে ব্যাটিংও হার ঠেকাতে পারেনি হার। ২০৬ রানের টার্গেটে ব্যাট করে ১৭ রানের হার পেতে হয়েছিল। দ্বিতীয় ম্যাচে মোসাদ্দেক এর ঘূর্ণিতে কুপোকাত হয় জিম্বাবুয়ে। মোসাদ্দেকের ৫ উইকেট এবং লিটনের ঝড়ো ৫৬ রানের সুবাদে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ।  ই ম্যাচে জয় পরাজয়ের সাথে দেখা পেয়েছেন ইনজুরিও। আঙুলের চোটে ৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে সোহান। 

সোহানের অনুপস্থিতিতে নতুন অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক। সোহানের বদলি হিসেবে দলে ডাক পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ। ডাক পেলেও অধিনায়কত্ব পাননি তিনি।

সোহানের পরিবর্তন ছাড়াও দলে আসতে পারে আরও দুইটি পরিবর্তন। টানা ব্যর্থতায় দল থেকে বাদ পড়তে পারেন মুনিম শাহরিয়ার। মুনিমের পরিবর্তে একাদশে অভিষিক্ত হতে পারেন পারভেজ ইমন। 

সিরিজের শেষ ম্যাচে আজ বিকেল ৫ টায় হারারে স্পোর্টস ক্লাব মাঠে মুখোমুখি হবে জিম্বাবুয়ে এবং বাংলাদেশ দল। 


মন্তব্য


সর্বশেষ সংবাদ