বাংলাদেশের মিডল অর্ডার এগিয়ে থাকবে আফগানদের চেয়ে

ক্রিকেট
এশিয়া কাপে মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান  © ফাইল ফটো

ভারত ও পাকিস্তানের ম‍্যাচের ধারাভাষ‍্য দিতে রোববার দুবাই ইন্টারন‍্যাশনাল স্টেডিয়ামে আসেন মাঞ্জরেকার। সেখানেই ছোট্ট আলাপে তিনি শোনালেন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ নিয়ে তার অভিমত।

“আফগানিস্তান কত দূর যেতে পারে? ফাইনাল পর্যন্ত যাওয়া সম্ভব?”, প্রশ্নটা শুনে একটু ভাবলেন সঞ্জয় মাঞ্জরেকার। ভারতের সাবেক এই ব‍্যাটসম‍্যান বললেন, এটা নির্ভর করছে ব‍্যাটিং গভীরতার উপর। আফগানিস্তানের টপ অর্ডারের ব‍্যাটিং নিয়ে কোনো সংশয় নেই তার। তবে তিনি সন্দিহান আফগানদের মিডল অর্ডার নিয়ে।

“টি-টোয়েন্টির ভাগ‍্য আসলে নির্ভর করে ব‍্যাটিং গভীরতার উপর। সেটা আছে বাংলাদেশের। সাকিব আল হাসান নেতৃত্ব ফিরেছে, বাংলাদেশ দল ভালো করবে। আফগানিস্তানের হয়তো ব‍্যাটিং গভীরতা ততটা বেশি না। এই জায়গাটায় পিছিয়ে থাকবে ওরা।”

শক্তি, সামর্থ‍্য, বৈচিত্র‍্যর দিক থেকে বোলিংয়ে এগিয়েই থাকবে আফগানিস্তানই। রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবির মতো স্পিনার আছে দলে। সঙ্গে আছে দুই তরুণ পেসার ফজলহক ফারুকি ও নাভিন-উল-হক। যে কোনো উইকেটে প্রতিপক্ষকে নাড়িয়ে দেওয়ার সামর্থ‍্য তাদের আছে।

তবে এই বোলারদের নিয়ে গড়া দলকে তো আগে হারানোর অভিজ্ঞতা আছে বাংলাদেশের। রোববার আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে সংবদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ আত্মবিশ্বাসী কণ্ঠেই বললেন, আফগান বোলিং আক্রমণ সামাল দেওয়ার সামর্থ‍্য ভালোভাবেই আছে তাদের।

“একটা জিনিস দেখেন, ওদের বোলিং আক্রমণ খুবই ভালো। আমাদের ব‍্যাটসম‍্যানরাও অনেক ভালো। শেষ কয়েক দিন আমরা প্রস্তুতি নিয়েছি ওদের বোলারদের নিয়ে। ওদের যে কয়জন বোলার আছে, তাদের কীভাবে খেলতে হবে, এটা নিয়ে সবাই পরিষ্কার। সে অনুযায়ী আমরা অনুশীলন করেছি। দেশেও করেছি, এখানেও করেছি। এখন স্রেফ বাস্তবায়ন করতে হবে মাঠে। মাঠে খেলতে হবে, প্রয়োগ করতে হবে।”

 

রিয়াদ, মুশফিক, আফিফ, মোসাদ্দেক, সাইফদের নিয়ে গড়া মিডল অর্ডার যেকোন সময় ম্যাচের মোড় ঘুরিয়ে নিজেদের দিকে আনতে পারেন। তবে, পরিসংখ্যান সাপোর্ট দিচ্ছে আফগানদেরকেই। ৮ ম্যাচ মুখোমুখিতে আফগানদের জয় ৫ টিতে আর বাংলাদেশের ৩। ঘরের মাঠের বাইরে কখনো জয় পায়নি  বাংলাদেশ।