হার্দিক-সূর্য ঝড়ে অজিদের বিপক্ষে ভারতের পুঁজি ২০৮

ক্রিকেট
অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৯ রান  © ক্রিকইনফো

মোহালিতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে লোকেশ রাহুল আর হার্দিক পান্ডিয়ার হাফসেঞ্চুরির সঙ্গে সূর্যকুমারের ৪৬ রানে ভর করে ৬ উইকেটে ২০৮ রানের পুঁজি পেয়েছে ভারত। অর্থাৎ জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হবে ২০৯ রান।

বিরাট কোহলি এশিয়া কাপের ফর্ম টেনে আনতে পারলেন না। আবারও ব্যর্থতার বৃত্তে আটকে গেলেন। বড় রান পেলেন না অধিনায়ক রোহিত শর্মাও। তবে বড় দুই তারকার ব্যর্থতার পরও অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত।

টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা ভালোই ছিল অস্ট্রেলিয়ার। ৩৫ রানের মধ্যে তারা তুলে নিয়েছিল রোহিত শর্মা (১১) আর বিরাট কোহলিকে (২)।

কিন্তু লাভের লাভ হয়নি। সূর্যকুমার যাদব আর লোকেশ রাহুল তৃতীয় উইকেটে ৪২ বলে ৬৮ রানের জুটি গড়ে তোলেন। রাহুল ৩৫ বলে ৪ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৫৫ রান করে হ্যাজেলউডের শিকার হন।

ঝোড়ো ব্যাট করা সূর্য ফেরেন ফিফটির ঠিক আগে (২৫ বলে ২ চার আর ৪ ছক্কায় ৪৬)। তবে এরপর অসি বোলারদের ওপর রীতিমত তাণ্ডব চালিয়েছেন হার্দিক পান্ডিয়া।

ভারতীয় এই অলরাউন্ডার চার-ছক্কার বন্যা বইয়ে দেন। ৩০ বলেই তিনি খেলেন ৭১ রানের হার না মানা এক ইনিংস, যে ইনিংসে ৭টি চারের সঙ্গে ছিল ৫টি ছক্কার মার।

অস্ট্রেলিয়ার নাথান এলিস ৩০ রানে ৩টি আর জশ হ্যাজেলউড ৩৯ রানে নেন ২টি উইকেট।


মন্তব্য