হামজাকে জাতীয় দলে পেতে বাফুফের চিঠি
- স্পোর্টস মোমেন্টস
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২২, ০৭:৫৯ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২২, ০৭:৫৯ PM

বাংলাদেশ বংশোদ্ভূত যুক্তরাজ্যের ফুটবলার হামজা চৌধুরীকে নিয়ে এ দেশের ফুটবলপ্রেমীদের আগ্রহের শেষ নেই। সম্প্রতি ২৫ বছর বয়সী এ ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথা জানান এক সাক্ষাৎকারে। এরপর থেকেই ফুটবলভক্তদের প্রশ্ন, কবে হামজাকে দেখা যাবে লাল-সবুজ জার্সিতে?
অবশেষে বাফুফে প্রথম পদক্ষেপও নিল। আবু নাঈম সোহাগ বলেন, ‘আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করেছি। ক্লাবটি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিতও করেছে। যেহেতু সে একটি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ, তাই তার ক্লাবের সঙ্গেই যোগাযোগ করতে হচ্ছে। সরাসরি তো আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারি না। ক্লাবের মাধ্যমে, তাদের অনুমতি নিয়ে ফুটবলের যে নর্মস, সেটা অনুসরণ করেই আমাদের যোগাযোগ করতে হবে। এ যোগাযোগের জন্য যদি একটু বিলম্বও হয়, আমরা সঠিক নিয়মেই এগোতে চাই।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এ ফুটবলারকে পাওয়ার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিলেন। সেটা যে শুধু মুখের কথা ছিল না স্পষ্ট হয়েছে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ দাবি করেছেন, হামজাকে পেতে ইংলিশ প্রিমিয়ার লিগে তার দল লিস্টার সিটির কাছে চিঠি পাঠিয়েছেন তারা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি বাফুফের চিঠির প্রাপ্তি স্বীকারও করেছে। তবে এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি।
ছোটবেলায় সেখানকার আলো-বাতাস না পেলেও বেশ কয়েকবার বাংলাদেশের এসেছেন। বাংলাদেশি বংশোদ্ভুত বলে হামজাকে লাল সবুজ জার্সিতে দেখার গুঞ্জন তাই আগে থেকেই ছিল, সেটা জোরালো হয় তার এক সাক্ষাৎকারের পর।
সাক্ষাৎকারে হামজা বলেছিলেন, ‘হ্যাঁ, আমি বাংলাদেশের হয়ে খেলতে চাই। আমি এখানে থাকলে আগামী কয়েক বছরে আরও ভালো পর্যায়ে নিজেকে নিয়ে যেতে পারব। তবে আমি বাংলাদেশে গিয়ে খেলতে পারলে আরও গর্বিত হব। সেখানে নিয়মিত খেলতে চাই।’