তাসকিন ঝড়ে শুরু বাংলাদেশের বোলিং

তাসকিন ঝড়ে শুরু বাংলাদেশের বোলিং
তাসকিন আক্রমণ

প্রথম ওভারেই টেম্বা বাভুমাকে মাঠছাড়া করলেন তাসকিন আহমেদ। প্রথম ওভারের শেষ বলে তাকে ২ রানে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান। প্রথম ওভার শেষে মাত্র ২ রান দিয়ে উইকেটটি পেলেন বাংলাদেশের ডানহাতি পেসার।

টস হেরে বোলিংয়ে বাংলাদেশ, ইয়াসিরের বদলে মিরাজ। বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন ইয়াসিন আলী রাব্বি, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

টস জিতে ব্যাটিং নেওয়ার ব্যাপারে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা বলেছেন, ‘আমরা ব্যাট করবো। মনে হচ্ছে এটাই আমাদের দলের জন্য ভালো। উইকেট কিছুটা শুষ্ক লাগছে এবং আমাদের দলে একজন বাড়তি স্পিনার আছে। কুইন্টন ভালো বল পেটাচ্ছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা আরও ভালো খেলার চেষ্টা করবো।’

সাকিব আল হাসানও আগে ব্যাটিং করতেন বললেন, ‘আমরাও প্রথমে ব্যাট করতাম। তবে রান তাড়া করতে সমস্যা নেই কারণ বৃষ্টির পূর্বাভাস আছে। আমরা একজন বাড়তি স্পিনার নিয়ে খেলবো, হোবার্টের চেয়ে এখানে আলাদা পিচ। আমরা সব বিভাগেই উন্নতি করতে পারি। আজ নিজেদের প্রকাশ করার পালা। দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে জিততে ৪০ ওভার ভালো খেলতে হবে আমাদের।’

বাংলাদেশ একাদশ:
শান্ত, সৌম্য, লিটন, সাকিব, আফিফ, মোসাদ্দেক, সোহান, মিরাজ, তাসকিন, মুস্তাফিজ, হাসান মাহমুদ


মন্তব্য